Raj Shubashree: ইউভানকে নিয়ে বরফের দেশে রাজ-শুভশ্রী, কোথায় কোথায় ঘুরলেন এই তারকা দম্পতি?

ইউভানকে নিয়ে বরফের দেশে রাজ-শুভশ্রী, কেমন কাটছে তাঁদের সফর?

Raj Shubashree

1/9
উপলক্ষ্য় ছেলের দু বছরের জন্মদিন। তাই বিশেষ এই মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে সুইৎজারল্যান্ডে পাড়ি দিলেন রাজ-শুভশ্রী। আর সঙ্গে অবশ্য়ই ছোট্ট ইউভান।
2/9
গত সোমবার ১২ সেপ্টেম্বর ২ বছরে পা দিয়েছে ইউভান। তাই সেলিব্রেশন জমিয়ে হবে না তাও কী হয়!
3/9
সুইৎজারল্যান্ডের প্রকৃতি উপভোগ করতে করতে জমিয়ে ছবি তুললেন এই তারকা দম্পতি।
4/9
সোশ্য়াল মিডিয়ায় তাঁদের পোস্ট করা একাধিক ছবি ও ভিডিওতে ধরা পড়ল নানান রকম মুডের ছবি।
5/9
বরফের চাদরে মোড়া পাহাড়ের ওপর ছোট্ট ইউভানকে নিয়ে রাজ-শুভশ্রীর ফটোসেশন এইমুহূর্তে বেশ ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
6/9
সুইৎজারল্যান্ডে রোপওয়েতে বসে ভিডিয়ো পোস্ট করেছেন রাজ। যে ভিডিয়োতে ইউভানকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেল শুভশ্রীকে।
7/9
শুভশ্রী ও ছেলে ইউভানকে নিয়ে পাহাড়ের বুকে নানান মুহূর্ত পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেছেন 'ড্রিম জোন'।
8/9
রাজের দেওয়া সাম্প্রতিকতম পোস্টে জানা যাচ্ছে খুব শীঘ্রই প্য়ারিস পাড়ি দিচ্ছেন এই দম্পতি।
9/9
রাজের দেওয়া সাম্প্রতিকতম পোস্টে জানা যাচ্ছে খুব শীঘ্রই প্য়ারিস পাড়ি দিচ্ছেন এই দম্পতি।
Sponsored Links by Taboola