Raj- Subhasree on social media: রাজস্থানে রাজ-শুভশ্রী-ইউভান, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার তারকা দম্পতির
সদ্য সপরিবারে রাজস্থান পাড়ি দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। সঙ্গী রাজ চক্রবর্তী ও ছোট্ট ইউভান। সোশ্যাল মিডিয়ায় সফরের ছবি ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় বোগেনভলিয়া গাছের নিচে কালো পোশাকে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। তাঁর চোখে রোদচশমা, খোলা চুলে স্নিগ্ধ দেখাচ্ছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় অনেকই নায়িকার সৌন্দর্য্যের প্রশংসা করেছেন। শুভশ্রীর সদ্য শেয়ার করা ছবিতে তরতাজা দেখাচ্ছে তাঁকে।
রাজস্থানের ফোর্টের সামনে একসঙ্গে নিজস্বী ভাগ করে নিয়েছেন রাজ ও শুভশ্রী। দুজনের চোখেই রোদচশমা, মুখে হাসি।
রাজ ও শুভশ্রীর সঙ্গে সফরে গিয়েছেন তাঁদের বন্ধুরাও। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছেন রাজ ও শুভশ্রী দুজনেই।
সম্প্রতি আজমের শরিফ থেকে ছবি শেয়ার করে ধর্ম নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন রাজ ও শুভশ্রী দুজনেই বাদ যায়নি একরত্তি ইউভানও।
অন্যদিকে দরগায় গেলেও কেন বোরখা পরেননি শুভশ্রী সেই নিয়ে কটাক্ষের মুখেও পড়েন নায়িকা। বিতর্ক হয় রাজ ও ইউভানের ফেজ পরা নিয়েও।
তবে এই সমস্ত বিতর্কে মুখ খোলেননি রাজ ও শুভশ্রী কেউই। সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেননি ছবিও। তবে পরবর্তী ছবির জন্য ফেসবুকের বদলে ইনস্টাগ্রামকে বেছেছেন তাঁরা।
ফেসবুকে দরগার একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, দরগার নিয়মমাফিক। মাথায় ফেজ পরেছেন রাজ। ছোট্ট ফেজ ইউভানের মাথাতেও। ওড়না দিয়ে মাথা ঢেকেছেন শুভশ্রী। এই ছবি প্রকাশ্যে আসার পরেই অনেকে প্রশ্ন তোলেন, 'ব্রাহ্মণ সন্তান হয়ে ফেজ পরার কী খুব প্রয়োজন ছিল রাজের?' কটাক্ষ ধেয়ে আসে ইউভানকে নিয়েও। অনেকে আবার প্রশ্ন করেন, 'শুভশ্রী বোরখা কেন পরেননি!' অনেকের কমেন্টে আবার রইল ধর্ম নিয়ে সতর্কবার্তাও। লিখলেন, 'ইউভানের ধর্ম পরিবর্তন করিয়ে ফিরবেন না যেন'
এই সমস্ত মন্তব্যের কোনও উত্তর দেননি রাজ। তবে একরত্তিকে নিয়ে এইধরণের মন্তব্যে তিনি আশাহত। সোশ্যাল মিডিয়া থেকে কোনও ছবিই সরিয়ে নেননি রাজ। এরপর বিভিন্ন ফোর্টে গিয়েছেন তাঁরা। তবে সেই সমস্ত ছবি রাজ ভাগ করে নিয়েছেন কেবলমাত্র ইনস্টাগ্রামে। রাজ-শুভশ্রীর ছবি দেখে উচ্ছসিত অনুরাগীর সংখ্যা অবশ্য কম নয়। অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সুখী পরিবারকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -