IPL Records: আইপিএলে আফ্রিদির এই রেকর্ড দেখলে ঈর্ষা হবে কোহলি-রোহিতদেরও
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার খেলা। কম বলে বেশি রান তোলার পরীক্ষা। যে ব্যাটারের স্ট্রাইক রেট যত বেশি, তার বিধ্বংসী হওয়ার সুযোগও তত বেশি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কে গৌথমের। ১৯৬.৮৮ স্ট্রাইক রেট রেখে রান করেছেন কর্নাটকের ক্রিকেটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্লোস ব্র্যাথওয়েট আইপিএলে খুব বেশি ম্যাচ খেলেননি। কিন্তু স্ট্রাইক রেটে দ্বিতীয়। ১৮৩.৭২ স্ট্রাইক রেট রেখে রান করেছেন ক্যারিবিয়ান তারকা।
তালিকায় তিন নম্বরে আর এক ক্যারিবিয়ান। আন্দ্রে রাসেল। বড় শট নেওয়ার দক্ষতার জন্য যাঁকে মাসেল রাসেল বলা হয়। ১৮১.৪২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।
তালিকায় চার নম্বরে লিউক রাইট। আইপিএলে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। করেছেন মোটে ৬০ রান। কিন্তু স্ট্রাইক রেট ছিল ১৭৬.৬৭।
তাঁকে ছক্কার রাজা মনে করা হয়। ভারতে তাঁর প্রচুর ভক্ত। আইরপিএলে মাত্র ১০ ম্যাচ খেলেছেন। শাহিদ আফ্রিদির একটি রেকর্ড দেখলে অবশ্য ঈর্ষাণ্বিত হবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। আইপিএলে আফ্রিদির স্ট্রাইক রেট ১৭৬.০৯।
তালিকায় ছ'নম্বরে জোফ্রা আর্চার। ইংরেজ তারকা এবারের আইপিএলে খেলছেন না। তবে ১৭৪.৭৬ স্ট্রাইক রেট রেখে রান করেছেন।
তালিকায় সাতে আরেক ক্যারিবিয়ান। সুনাল নারাইন। যিনি একটা সময় কেকেআরের হয়ে ইনিংস ওপেনও করেছেন। আইপিএলে সুনীল নারাইনের স্ট্রাইক রেট ১৬৯.২২।
১৬৫.৫২ স্ট্রাইক রেট নিয়ে তালিকায় আট নম্বরে রয়েছেন বেন কাটিং।
আইপিএলে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের কামরান আকমল। তাতে ১৬৪.১০ স্ট্রাইক রেটে রান করেছেন।
পারভেজ মহরুফ ১৫৮.২৩ স্ট্রাইক রেটে রান করেছেন আইপিএলে। তালিকায় দশ নম্বরে তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -