Raj Subhasree: কখনও খেলার মাঠ, কখনও সূর্যোদয়, রাজ-শুভশ্রীর ভ্রমণ ডায়েরি
Raj Subhasree Update: একরত্তি ইউভানের জন্মদিনের আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ-শুভশ্রী। খুদের ২ বছরের জন্মদিন বিদেশেই উদযাপন করেছেন তাঁরা
কখনও খেলার মাঠ, কখনও সূর্যোদয়, রাজ-শুভশ্রীর ভ্রমণ ডায়েরি
1/10
নীল সমুদ্রের তীরে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র বাহুলহ্না শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে ছুটিযাপনের ছবি শেয়ার করলেন শুভশ্রী।
2/10
প্যারিসে ছুটি কাটাচ্ছেন টলিউডের দম্পতি। সঙ্গী তাঁদের একরত্তি ছেলে ছোট্ট ইউভান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তাঁদের একাধিক ছবি।
3/10
একরত্তি ইউভানের জন্মদিনের আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ-শুভশ্রী। খুদের ২ বছরের জন্মদিন বিদেশেই উদযাপন করেছেন তাঁরা।
4/10
সদ্য সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। কমলা ব্লেজার আর গোলাপি হাই নেট টপ পরেছেন শুভশ্রী। তাঁর চুল খোলা, চোখে রোদচশমা।
5/10
আর তাঁর পাশেই দাঁড়িয়ে রাজ, তাঁর পরনে সবুজ সোয়েট শার্ট। রোদে, খুশিতে উজ্জ্বল দুজনের মুখ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখছেন, 'কিছু সূর্যোদয়।'
6/10
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইউভান ও শুভশ্রীর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন রাজ। আইফেল টাওয়ারের সামনে বসে রাজ-শুভশ্রী। সেখানে রাজ লিখেছেন 'বিদায় প্যারিস'।
7/10
তবে কি রাজ শুভশ্রীর ছুটি এখানেই শেষ? সে উত্তর অবশ্য অজানা।
8/10
শুভশ্রী অবশ্য আজও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক ছবি। তাঁর হলুদ ব্লেজার আর কমলা প্যান্ট যেন তাঁর ঝলমলে স্টাইল স্টেটমেন্ট।
9/10
আইফেল টাওয়ারের সামনে সাদা পোশাকে শুভশ্রী। প্যারিসে এই ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।
10/10
কেবল ঘোরা নয়, শুভশ্রী প্যারিস থেকে কেনাকাটাও করেছেন। এই ছবিটি পোস্ট করে শুভশ্রী লিখেছিলেন, 'শপিং থেরাপি'
Published at : 19 Sep 2022 10:41 PM (IST)