Rajeev Charu: ঘুচল দূরত্ব, কাশ্মীরের টিউলিপ বাগানে চারুকে নিয়ে সুস্মিতা সেনের ভাই রাজীব
অভিমান কেটেছে, ফের কাছাকাছি এসেছেন তারকা দম্পতি। আর তাই, একরত্তিকে নিয়ে বেরিয়ে পড়লেন তাঁরা। গন্তব্য? ভূস্বর্গ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাজ পেরিয়ে ছুটি কাটাতে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারুর (Ashopa Charu) ডেস্টিনেশন কাশ্মীর (Kashmir)। সঙ্গী একরত্তি কন্যা জিয়ানা (Ziana)। জন্মের পর এই প্রথম দূরে সফর তার।
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল নাকি, আলাদা হয়ে যেতে চলেছে রাজীব-চারুর সংসার। একসঙ্গে ছবি শেয়ার করেন না তাঁরা দীর্ঘদিন। সোশ্যাল মিডিয়ায় জিয়ানার সঙ্গে একাই ছবি ভাগ করে নেন চারু। অন্যদিকে রাজীবের পোস্টে মনখারাপের ছোঁয়া দেখেছিলেন নেটাগরিকরা।
জিয়ানার সঙ্গে অনেকদিন দেখা হয়না বলে মনখারাপ করেছিলেন রাজীব। দুয়ে দুয়ে চার করে নিয়ে নেটাগরিকরা ভেবেছিলেন, বোধহয় সংসার ভাঙছে রাজীব-চারুর।
কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে হোলির দিন এক ফ্রেমে ধরা পড়েন রাজীব-চারু। আর এবার তাঁদের ডেস্টিনেশন কাশ্মীর। টিউলিপ গার্ডেনে একসঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও। কালো টি শার্ট পরেছিলেন রাজীব। আর চারু বেছেছিলেন সাদা হলুদে ফিনফিনে শাড়ি। তাঁদের সঙ্গে দেখা গেল ছোট্ট জিয়ানাকেও।
কেবল ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছোট্ট রিলেও রাজীব চারুর রসায়ন জমজমাট।
হোলির দিন সোশ্যাল মিডিয়ায় এক ফ্রেমে ধরা দিয়েছিলেন ৩জনেই। গালে আবির মেখে অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাজীবও।
সেখানে তিনি লিখেছেন, 'মা আর বাবার সঙ্গে জিয়ানার প্রথম হোলি। একাধিক ছবির মধ্যে স্পষ্ট রাজীব আর চারুর সম্পর্কের সমীকরণ। জিয়ানা কখনও মায়ের কোলে আর কখনও বাবার কোলে গিয়ে খুশি।
অশোপা চারু বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাইয়ের স্ত্রী। ২০১৯-এর ১৬ জুন সুস্মিতার ভাই রাজীব সেনের সঙ্গে চারুর বিয়ে হয়। রুশ বংশোদ্ভূত চারু রাজস্থানের বাসিন্দা। বিয়ের দুই বছর পর মা হলেন চারু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -