Rajeev Khandelwal Birthday: ঘোরতর নাস্তিক, একাই দত্তক নেন সন্তান, এককালের হার্টথ্রব শিকার হন কাস্টিং কাউচের
সিরিয়াল অভিনেতাদের খাটো করে দেখার চল তখনও রয়েছে। সেই সময়ই সাফল্যের নিরিখে মাইলফলক তৈরি করেছিলেন। জনপ্রিয়তায় পিছনে ফেলেছিলেন বলিউডের তাবড় তারকাকেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর পর সিনেমাতেও হাতেখড়ি হয়। অভিনয়টাও নেহাত মন্দ করেন না তিনি। কিন্তু সুদর্শন চেহারা, অভিনয় ক্ষমতা, মহিলা মহলে জনপ্রিয়তা সত্ত্বেও রাজীব খন্ডেলওয়াল কার্যতই বিস্মৃত। জন্মদিনে তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন।
১৯৭৫ সালের ১৬ অক্টোবর জয়পুরে জন্ম। বাবা ছিলেন সেনাবাহিনীর কর্নেল। রাজীবরা তিন ভাই। কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে স্কুলের পাঠ। আমদাবাদের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রসায়নে স্নাতক।
সুদর্শন চেহারার জন্য মডেলিং দিয়েই গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ রাজীবের। এক সময় হাতে আঁকা ছবি বিক্রি করেও খরচ তুলেছেন। খলনায়কের চরিত্রে প্রথম ‘ক্যায়া হাদসা ক্যায়া হকিকত’ সিরিয়ালে সুযোগ পান।
ভাগ্যের চাকা ঘুরে যায় একতা কপূরের ‘কহিঁ তো হোগা’ সিরিয়ালে সুযোগ পাওয়ার পর। ছয় ফুট লম্বা সুদর্শন, সফল এবং সর্বোপরি প্রেমিক সুজল গরেওয়ালের চরিত্রে অভিনয় করে মেয়েদের মনে ঝড় তুলেছিলেন সেই সময়।
‘কহিঁ তো হোগা’ রাজীব এবং তাঁর সহশিল্পী আমনা শরিফকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। এর পর ‘সচ কা সামনা’ চ্যাট শো যেমন হিট হয়, তেমন বিতর্কও দেখা দেয়।
এর পর ২০০৮ সালে বড়পর্দায় পা রাখেন রাজীব। ‘আমির’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। তার পর তুলনামূলক কম বাজেটের কিছু ছবিতেও দেখা যায় তাঁকে।
কিন্তু টেলিভিশনে যে সাফল্য পেয়েছিলেন, পূর্ণদৈর্ঘ্যের ছবিতে সেই সাফল্য চেখে দেখার সুযোগই হয়নি রাজীবের। ফলে ফের টেলিভিশনেই ফেরেন রাজীব। কিন্তু কেরিয়ারের গোড়ায় যে সাফল্য পেয়েছিলেন, তা আর মেলেনি।
২০১১ সালে দীর্ঘদিনের প্রেমিকা মঞ্জরী কামতিকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাজীব। নিজেকে নাস্তিক বলে মানেন রাজীব। বিয়ের আগে ২০০৭ সালেই একটি কন্যাসন্তান দত্তক নেন।
তাঁকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে বলেও জানান রাজীব। রাজীব জানান, গোড়ার দিকে সিরিয়ালেও সুযোগ পাননি যখন, এক পরিচালক ছবির অফার দেন তাঁকে। কিন্তু চুক্তিস্বাক্ষরের নামে ঘরে ডেকে নিয়ে যান। তিনি সমকামী নন জানা সত্ত্বেও জোর খাটাতে থাকেন পরিচালক। তাতে রাজীবকে কাজ দেননি তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -