Jailer: ৪০০০ স্ক্রিনে মুক্তি পেল রজনীকান্তের 'জেলার', প্রেক্ষাগৃহে উচ্ছ্বাসে মাতল অনুরাগীদের দল
রজনীকান্তের 'জেলার' নিয়ে উচ্ছ্বাসে মেতেছে অনুরাগীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি।
এই ছবি মুক্তির আগেও হিমালয়ান ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন থালইভা। ভক্তদের উদ্দেশ্য়ে বলেছেন, 'ছবিটি দেখুন এবং কেমন হয়েছে আমাকে জানান।'
উল্লেখ্য়, হিদেতোশি এক দম্পতি জাপানের ওসাকা থেকে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে।
শুধু তাই নয়, থালাইভার জন্য উপহার স্বরূপ একটি জাপানি শাল ও পাখাও এনেছেন তাঁরা।
নেলসন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তামান্না। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনিরুদ্ধ।
শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে ‘জেলার’ ছবির।
দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার।
ইয়াসুদা হিদেতোশি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'জাপানে একদিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমি অপেক্ষা করতে চাই না।'
'জাপানের প্রেক্ষাগৃহগুলো খুবই শান্ত প্রকৃতির। কিন্তু ভারতে দর্শকরা সিটি দেবে। আমি সেই উন্মাদনাটা মিস করতে চাই না', সাক্ষাৎকারে দাবি ইয়াসুদার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -