Rajiv Kapoor Funeral Photos: রণবীর কপূর কাঁধে করে শেষকৃত্যের জন্য নিয়ে গেলেন প্রয়াত রাজীবকে
প্রয়াত ঋষি কপূর ও রণধীর কপূরের ভাই রাজীব কপূর। আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বাসভবনে এসে উপস্থিত হন বলিউডের অনেক তারকারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ যাত্রায় রাজীব কাপূরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন রণবীর কপূর, করিনা কপূর, নীতু কপূর সহ গোটা পরিবারই। ছোট ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন রণধীর কপূর।
আত্মীয় ও বন্ধুদের কাঁধে ভর দিয়ে ভাইয়ের মৃতদেহের সামনে উপস্থিত হন রণধীর। মাত্র ৫৮ বছর বয়সে রাজীবের প্রয়াণ মেনে নিতে পারছিলেন না তিনিও।
রণবীর কপূর কাঁধে করে শেষকৃত্যের জন্য নিয়ে যান প্রয়াত রাজীব কপূরকে।
কাকার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান রণবীর। পরে আসেন মা নীতু কপূরও। সোশ্যাল মিডিয়ায় রাজীবকে নিয়ে আবেগের পোস্টও করেছেন নীতু
কোভিড বিধি মেনেই উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক মানুষ। প্রিয়জনেদের উপস্থিতিতেই সম্পন্ন হয় রাজীবের শেষকৃত্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -