Uttarakhand Glacier Tragedy Pics: চামোলিতে চলছে উদ্ধারকাজ, উদ্ধার ২৮ জনের দেহ
তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে চলছে উদ্ধারকাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তপোবনে একটি বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভিতরে দুটি গাড়ি ও একটি মাটি কাটার যন্ত্র দেখা গিয়েছে।
সেগুলির ভিতরে কেউ কেউ আটকে রয়েছেন বলে আশঙ্কা। ১২ ফুট উচ্চতা ও প্রায় ২.৫ কিমি দৈর্ঘ্যের ওই সুড়ঙ্গের ভিতর আটকে পড়েছেন বেসরকারি সংস্থার এক পদাধিকারিক।
এছাড়াও, ২ ইঞ্জিনিয়র ও কয়েকজন শ্রমিকও সুড়ঙ্গে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তুষারধসের পর থেকে এখনও ১৭০ জন নিখোঁজ।
যন্ত্রের মাধ্যমে মাটি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি, দ্রুত গতিতে চলছে আশপাশের রাস্তা পরিষ্কারের কাজ।
১৩টি গ্রামে খাদ্য বিলি করেছে ভারতীয় বায়ুসেনা ও বেসরকারি কপ্টার। উদ্ধারকার্যে ৩০০ জনকে মোতায়েন করেছে আইটিবিপি।
আজ সকালে কপ্টারে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
এরপর আহতদের দেখতে জোশীমঠের আইটিবিপি-র হাসপাতালেও যান তিনি।
রবিবার রাত থেকে নিরন্তর উদ্ধারের কাজ করে চলেছে আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -