Rajkumar & Patralekha Post Marriage: বিয়ে সেরে চণ্ডীগড় থেকে মুম্বই ফিরলেন নবদম্পতি রাজকুমার-পত্রলেখা

বিমানবন্দরে ক্যামেরাবন্দি রাজকুমার-পত্রলেখা

1/10
গত ১৫ নভেম্বর চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ১১ বছরের সম্পর্ককে বিয়ের পরিণতি দিয়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা।
2/10
বিয়ে-রিসেপশন সেরে মুম্বই ফিরলেন তারকা দম্পতি। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি বিমানবন্দরেই।
3/10
যেমন হাসিখুশি ছিলেন বিয়ের দিন, এদিনও ঠিক একইভাবে ক্যামেরায় ধরা দিলেন দু'জনে।
4/10
হাতে হাত ধরে পাপারাৎজিদের জন্য পোজ দিলেন রাজকুমার-পত্রলেখা।
5/10
পত্রলেখার পরনে লাল টুকটুকে শাড়ি। নববধূর জেল্লা যেন চুঁইয়ে পড়ছে।
6/10
অন্যদিকে পা থেকে মাথা পর্যন্ত সাদা ক্যাসুয়াল পোশাকে সেজেছিলেন রাজকুমার রাও। সঙ্গে ছিল সানগ্লাসও।
7/10
১৫ তারিখ, তাঁদের বিয়ের পরই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় হাসিমুখে বর-কনের ছবিতে।
8/10
ভাইরাল হয় পত্রলেখার বিয়ের ওড়নাও। তাতে বাংলা হরফে জরির সুতো দিয়ে লেখা ছিল 'আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম'।
9/10
পত্রলেখার লেহঙ্গা ডিজাইন করেছেন যিনি তাঁর শিকড়ও এই বাংলাতেই। তিনি সব্যসাচী মুখোপাধ্যায়।
10/10
নবদম্পতির রিসেপশনে হাজির হয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
Sponsored Links by Taboola