Rajkumar & Patralekha Post Marriage: বিয়ে সেরে চণ্ডীগড় থেকে মুম্বই ফিরলেন নবদম্পতি রাজকুমার-পত্রলেখা
গত ১৫ নভেম্বর চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ১১ বছরের সম্পর্ককে বিয়ের পরিণতি দিয়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ে-রিসেপশন সেরে মুম্বই ফিরলেন তারকা দম্পতি। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি বিমানবন্দরেই।
যেমন হাসিখুশি ছিলেন বিয়ের দিন, এদিনও ঠিক একইভাবে ক্যামেরায় ধরা দিলেন দু'জনে।
হাতে হাত ধরে পাপারাৎজিদের জন্য পোজ দিলেন রাজকুমার-পত্রলেখা।
পত্রলেখার পরনে লাল টুকটুকে শাড়ি। নববধূর জেল্লা যেন চুঁইয়ে পড়ছে।
অন্যদিকে পা থেকে মাথা পর্যন্ত সাদা ক্যাসুয়াল পোশাকে সেজেছিলেন রাজকুমার রাও। সঙ্গে ছিল সানগ্লাসও।
১৫ তারিখ, তাঁদের বিয়ের পরই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় হাসিমুখে বর-কনের ছবিতে।
ভাইরাল হয় পত্রলেখার বিয়ের ওড়নাও। তাতে বাংলা হরফে জরির সুতো দিয়ে লেখা ছিল 'আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম'।
পত্রলেখার লেহঙ্গা ডিজাইন করেছেন যিনি তাঁর শিকড়ও এই বাংলাতেই। তিনি সব্যসাচী মুখোপাধ্যায়।
নবদম্পতির রিসেপশনে হাজির হয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -