Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Godse Ek Yudh: গান্ধী ও গডসের ইতিহাসকে নিয়ে বড় পর্দায় রাজকুমার সন্তোষী, রইল সেরা ১০ ছবি
'আন্দাজ আপনা আপনা' খ্যাত জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী এবার তার নতুন ছবি নিয়ে ফিরছেন বড় পর্দায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক দুই বছর নয়, দীর্ঘ ৯ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি।এই ছবির প্রেক্ষাপট স্বাধীনতার সময়ের যুদ্ধ।
বিখ্যাত সুরকার এআর রহমানের সঙ্গে পাশে দাঁড়িয়ে জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী।
প্রজাতন্ত্র দিবসে রাজকুমার সন্তোষীর সেই অন্যতম উপহার হতে চলেছে,'গান্ধী গডসে এক যুদ্ধ।'
জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী এর আগে একের পর এক ছবি উপহার দিয়েছেন দেশকে।
'আন্দাজ আপনা আপনা' থেকে ঘায়েল, দামিনী, ঘাতক,লজ্জা এবং হালের অজব প্রেমের গজব কাহিনী একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি।
তবে মাঝে দীর্ঘ ৯ বছর তিনি বড় পর্দায় ফেরেননি। আর এবার একেবারে বড়সড় বিষয় নিয়ে ফিরছেন বলিউডে।
'গান্ধী গডসে এক যুদ্ধ' ছবিটি মূলত গান্ধীজি এবং নাথুরাম গডসের মতাদর্শের লড়াই।
একজন নরমপন্থী এবং অন্যদিকে অপরজন ছিলেন চরমপন্থী। তবে ভিন্ন মতাদর্শী হলেও দুজনের লক্ষ্যই ছিল স্বাধীনতা।
এর আগেও গান্ধীকে নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে বলিউডে। তবে এই ছবিতে ভিন্ন ধারা নিয়ে আসছেন রাজকুমার সন্তোষী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -