Rajneeti First Look: সৌরভের 'রাজনীতি'-তে ওলটপালট দিতিপ্রিয়ার জীবন, অচেনা কৌশিক, অর্জুন, কনীনিকারা

Bengali Web Series: সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী

সৌরভের 'রাজনীতি'-তে ওলটপালট দিতিপ্রিয়ার জীবন, অচেনা কৌশিক, অর্জুন, কনীনিকারা

1/9
গল্প থেকে শুরু করে কাস্টিং, লুক থেকে শুরু করে জুটি.. দীর্ঘদিন পরে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর সঙ্গে পরিচালক হিসেবে জুটি বেঁধেই একগুচ্ছ চমক দিচ্ছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।
2/9
সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী।
3/9
দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
4/9
দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)।
5/9
দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
6/9
সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি।
7/9
কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে।
8/9
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন।
9/9
উড়িষ্যা ও অন্যান্য জায়গার বেশ কিছু অংশে শ্যুটিং হয়েছে। সিরিজ 'রাজনীতি'-র চরিত্রদের প্রথম লুক প্রথম প্রকাশ্যে নিয়ে এল এবিপি লাইভ।
Sponsored Links by Taboola