Raju Srivastav Death: দিল্লিতে যমুনার ধারে নিগমবোধ ঘাটে পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব, শেষকৃত্য করলেন ছেলে আয়ুষ্মান

Raju Srivastav last Ride: আজ, যমুনার তীরে, দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় রাজুর। উপস্থিত ছিলেন খুব কাছের বন্ধুরা ও পরিবার পরিজন। ফুলের মালায় সাজানো হয় রাজুর মরদেহ।

দিল্লিতে যমুনার ধারে নিগমবোধ ঘাটে পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব, শেষকৃত্য করলেন ছেলে আয়ুষ্মান

1/10
একদিন যাঁর উপস্থিতিতেই ঠোঁটের কোনে হাসি ফুটে উঠত সবার, তিনি আর কখনও কথা বলবেন না, মঞ্চ আলো করবেন না ভেবেই চোখ ভিজছে সবার। দিল্লির এইমস হাসপাতালে গতকাল থেমে গিয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের লড়াই। ১ মাসেরও বেশ সময় ধরে টানা লড়াই চলার পরে পরলোকে পাড়ি দিয়েছেন শিল্পী।
2/10
আজ, যমুনার তীরে, দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় রাজুর। উপস্থিত ছিলেন খুব কাছের বন্ধুরা ও পরিবার পরিজন। ফুলের মালায় সাজানো হয় রাজুর মরদেহ।
3/10
সকাল ৯টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় রাজুর। উপস্থিত ছিলেন স্ত্রী শিখা শ্রীবাস্তব। রাজুর অসুস্থতার সময় সর্বদা রাজুর পাশে ছিলেন তিনি।
4/10
সাদা ফুলে সাজানো হয়েছিল রাজুর অ্যাম্বুল্যান্স। হাসপাতাল থেকে মরদেহ নিগমবোধ ঘাটে নিয়ে আসা হয় সরাসরি।
5/10
শেষকৃত্যে হাজির হয়েছিলেন অনুরাগীরাও। দীর্ঘ লড়াইয়ে রাজুর পরিবারের তরফ থেকে বারে বারে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হত রাজুর শারীরিক অবস্থার কথা, বারণ করা হয়েছিল গুজব ছড়াতেও।
6/10
হিন্দু রীতি মেনে এদিন বাবার শেষকৃত্য করেন ছেলে আয়ুষ্মান। সঙ্গে ছিল তাঁর পরিবারও।
7/10
গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিম করাকালীন তাঁর হার্ট অ্যাটাক হয়। রাজুর জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়।
8/10
প্রথম হার্ট অ্যাটাকের ধাক্কা সামলাতে পারলেও দ্বিতীয় অ্যাটাকের ধাক্কা সামলাতে পারেননি রাজু। চিকিৎসকদের চিন্তা তৈরি করছিল জ্বর ও সংক্রমণও।
9/10
বলিউডে খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন রাজু। পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। আর তাই, রূপোর চামচ মুখে দিয়ে রাজুর জন্ম হয়নি একেবারেই। নিজের জায়গা করে নিয়েছিলেন লড়াই করে। ম্যায়নে পেয়ার কিয়া (Maine Peyaar Kiya), বাজিগর (Baazigarh), বোম্বে টু গোয়া (Bombay to Goa) ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আমদানি আঠান্নি খরচা রুপাইয়া (Amdani Athanni Kharcha Rupaiya) ছবিতে তিনি একজন হাস্যকৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন।
10/10
পড়ে রইল মন ভালো করা স্মৃতি, হাসিমুখ.. মঞ্চের আলোয় মাইক হাতে আর ফিরবেন না রাজু।
Sponsored Links by Taboola