Raju Srivastava Birthday: কৌতুকশিল্পী থেকে অভিনেতা, জন্মদিনে ফিরে দেখা রাজু শ্রীবাস্তবকে

রাজু শ্রীবাস্তব

1/10
আজ জন্মদিন রাজু শ্রীবাস্তবের। চলতি বছরই তিনি প্রয়াত হয়েছেন। এই প্রথমবার জন্মদিনে সশরীরে নেই রাজু শ্রীবাস্তব। ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
রাজু শ্রীবাস্তবের আসল নাম সত্যপ্রকাশ শ্রীবাস্তব। অনেক স্ট্রাগল করে তিনি অন্যতম জনপ্রিয় এবং সফল কৌতুকশিল্পী হয়ে ওঠেন। কেরিয়ারে তাঁর অনেক ওঠাপড়া রয়েছে। তারপরও দর্শকদের মন জিতে নিয়েছেন ব্যাপকভাবে।
3/10
ছোট পর্দার লাফটার শো দিয়ে জনপ্রিয়তা পান রাজু শ্রীবাস্তব। তাঁর বাবা ছিলেন একজন কবি।
4/10
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মিমিক্রি করায় দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন রাজু। পরবর্তীকালে অমিতাভ বচ্চনের স্নেহধন্যও হন।
5/10
শুধুই স্ট্যান্ড আপ কমেডি করা নয়, বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন রাজু শ্রীবাস্তব। 'ম্যায়নে পেয়ার কিয়া', 'বাজিগর' ও আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যায়।
6/10
ছোট পর্দার বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করেছেন রাজু। 'আদালত', 'শক্তিমান'-এ নজর কাড়েন।
7/10
শুধু অমিতাভ বচ্চনেরই নয়। বহু মানুষের মিমিক্রি অনায়াসেই করে ফেলেছেন রাজু। তাঁর মিমিক্রি করার দক্ষতা প্রশংসিত রাজনৈতিক থেকে বিনোদন, খেলাধুলো, সমস্ত মহলে।
8/10
চলতি বছরের মাঝামাঝি দিকে হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
9/10
রাজু শ্রীবাস্তবকে দ্রুত সুস্থ করে তুলতে ভয়েস মেসেজ পাঠান খোদ অমিতাভ বচ্চন। কিন্তু শেষ রক্ষা হল না।
10/10
বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর প্রয়াত হলেন তিনি। রাজু শ্রীবাস্তবের জন্মদিনে ফের মন ভারাক্রান্ত অনুরাগীদের। খারাপ মন নিয়েই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।
Sponsored Links by Taboola