Rakhi Bandhan Utsav 2021: বলিউডের এই তারকাদের ভাইবোনেরা প্রচারের আলো থেকে থাকেন দূরেই
মা-বাবার পর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ভাইবোনের। ছোট থেকে পাশাপাশি বেড়ে ওঠা। ছোটবেলা থেকে ঝগড়া-মারামারি থেকে ভালোবাসা, খুনসুটিতে মাখামাখি এই সম্পর্কে মাধুর্য। এই সম্পর্কের গুরুত্ব প্রত্যেক মানুষের জীবনেই অপরিসীম। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। বলিউডের এমন কয়েকজন তারকা রয়েছেন, যাঁদের ভাই বোনেরা প্রচারের আলো থেকে দূরেই থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণবীর সিংহর দিদি রিতিকা ভবনানী। তিনি ভাইয়ের থেকে মাত্র দুই বছরের বড়। তিনি বরাবরই লাইম লাইট থেকে দূরেই থাকেন। রণবীরের কাছে তাঁর দিদি মায়ের সমান।
অভিনেত্রী ভূমি পেডনেকরের বোন সমীক্ষা পেডনেকর। আইনজীবী হিসেবে প্র্যাকটিশ করেন তিনি। একইসঙ্গে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও তিনি।
অভিনেতা হৃতিক রোশনের বোন সুনয়না রোশন। তিনি প্রোডিউসার ও ব্লগারও। ভাই-বোনের মধ্যে সম্পর্ক খুবই গভীর।
শাহরুখ খানের বোনের নাম শাহনাজ লালারুখ খান। তিনি খুবই লো প্রোফাইল মেনটেন করেন। তাঁকে প্রকাশ্যে খুবই কম দেখা যায়।
ঐশ্বর্য রাইয়ের দাদার নাম আদিত্য রাই। তিনি মার্চেন্ট নেভির ইঞ্জিনিয়ার।
অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা। তিনি বলিউডের প্রোডিউসার ও অনুষ্কার সঙ্গেই প্রোডাকশন হাউস পরিচালনা করেন।
কার্তিক আরয়ানের বোনের নাম কৃতিকা তিওয়ারি। অনেকেই জানেন না যে, তিনি একজন চিকিৎসক। দুই ভাই-বোন মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি ও ভিডিও শেয়ার করেন।
বলিউড অভিনেতা তাপসী পান্নুকে তো সবাই জানেন। কিন্তু তাঁর বোন শগুন পান্নুকে খুব একটা প্রচারের আলোয় দেখা যায় না। তবে ২০১৬-র মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন তিনি।
দীপিকা পাড়ুকোন বলিউডের সবচেয়ে দামী তারকাদের অন্যতম। তাঁর বোনের নাম অনীশা পাড়ুকোন। তিনি একজন গল্ফ খেলোয়াড়। তিনি বেশিরভাগ সময়েই সোশাল মিডিয়া থেকে দূরেই থাকেন।
প্রিয়ঙ্কা চোপড়ার ভাইয়ের নাম সিদ্ধার্থ চোপড়া। তিনি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করেছেন এবং খুব ভালো শেফ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -