In Pics: রুপোর গয়না, স্কার্টে মোহময়ী রকুল, কমেন্টে ভালবাসা জ্যাকির
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আপলোড করা ছবিতে তিনি যেন 'ডিভা'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটপ আর লম্বা স্কার্টে বেশ মানিয়েছে তাঁকে। 'স্টানিং', তাঁর ছবিতে কমেন্ট অনুরাগীদের।
আপাতত 'রানওয়ে ৩৪' ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তাঁকে প্রায়ই একাধিক জায়গায় দেখা যাচ্ছে।
সাম্প্রতিক ছবিগুলিতে রকুলকে 'চিক লুক'-এ দেখা গেল। পরেছিলেন মানানসই রুপোর গয়না।
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'মানুষের পেছনে না ছুটে স্বপ্নের পেছনে ছুটে চল।' প্রিয় মানুষের ছবিতে ভালবাসা জানিয়েছেন প্রেমিক জ্যাকি ভগনানিও।
রকুলপ্রীতকে আগামী ছবি 'রানওয়ে ৩৪'-এ পাইলটের ভূমিকায় দেখা যাবে।
আগামী ২৯ এপ্রিল, ইদের শুভ দিনে ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
ছবিতে অজয় দেবগণ ও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন তিনি। এর আগেও তিনি অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।
চলতি বছর ব্যাক টু ব্যাক ছবি রয়েছে রকুলপ্রীত সিংহের হাতে। অজয় দেবগনের 'রানওয়ে ৩৪' ছাড়াও তাঁকে দেখা যাবে জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক' ছবিতে।
এছাড়াও রকুলপ্রীত সিংহকে দেখা যাবে 'থ্যাঙ্ক গড' ছবিতে। আয়ুষ্মান খুরানার বিপরীতে 'ডক্টর জি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -