Rakul Preet Singh: হরেক রঙের পোশাকে নজর কাড়লেন রকুলপ্রীত সিংহ

রকুলপ্রীত সিংহ

1/7
চলতি বছর একের পর এক সিনেমা আসতে চলেছে বলিউড অভিনেত্রী। হাতেও রয়েছে বেশ কিছু ছবির কাজ।
2/7
তারইমাঝে হরেক রঙের পোশাক পরে নজর কাড়লেন রকুলপ্রীত সিংহ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রঙিন পোশাক পরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
3/7
রকুলপ্রীত সিংহ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'আজ দিনটা খুব রঙিন ছিল।'
4/7
তিনি আরও লেখেন, 'রানওয়ে ৩৪ ছবির ট্রেলার মুক্তি পেল।' প্রসঙ্গত আজই নেট মাধ্যমে মুক্তি পেয়েছে 'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার।
5/7
প্রসঙ্গত, অজয় দেবগন পরিচালিত এবং প্রযোজিত ছবি 'রানওয়ে ৩৪'-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রকুলপ্রীত সিংহকে। এর আগেও তিনি অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।
6/7
চলতি বছর ব্যাক টু ব্যাক ছবি রয়েছে রকুলপ্রীত সিংহের হাতে। অজয় দেবগনের 'রানওয়ে ৩৪' ছাড়াও তাঁকে দেখা যাবে জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক' ছবিতে।
7/7
এছাড়াও রকুলপ্রীত সিংহকে দেখা যাবে 'থ্যাঙ্ক গড' ছবিতে। আয়ুষ্মান খুরানার বিপরীতে 'ডক্টর জি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
Sponsored Links by Taboola