Rambha Birthday: সৌন্দর্যে দিব্যা ভারতীর সঙ্গে তুলনা, এখন রম্ভাকে দেখলে চিনতে পারবেন তো?
রম্ভা
1/10
আজ জন্মদিন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর রম্ভার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
রম্ভার আসল নাম বিজয়লক্ষ্মী। তামিল, তেলুগু,ভোজপুরি, হিন্দি, ইংরেজি, বাংলা, মালায়লম, কন্নড় ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেন।
3/10
নয়ের দশক এবং ২০০০ সালের দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন রম্ভা। 'জল্লাদ', 'বন্ধন'সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন।
4/10
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, রম্ভা যখন সপ্তাম শ্রেণীতে পড়তেন, তখন স্কুলের বার্ষিকী প্রতিযোগিতায় এক দেবীর চরিত্রে অভিনয় করেন। সেই সময় অনুষ্ঠান দেখতে এসেছিলেন পরিচালক হরিহরণ। রম্ভার অভিনয় তাঁর এতটাই পছন্দ হয় যে, তিনি তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। পরবর্তীকালে মালায়লম ছবি 'সরগম'-এ রম্ভাকে মুখ্য চরিত্রে সুযোগ দেন।
5/10
মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় কেরিয়ার শুরু করার জন্য পড়াশোনায় ইতি টানেন রম্ভা। প্রথম ছবি থেকেই পরিচালক প্রযোজকদের নজরে পড়ে যান। এবং দ্রুত একাধিক ছবির কাজ পেতে থাকেন।
6/10
দিব্যা ভারতীর মৃত্যুর পর রম্ভার মধ্যেই অভিনেত্রীকে খুঁজে পেয়েছিলেন দর্শকেরা। দুই অভিনেত্রীর মধ্যে অনেক মিল খুঁজে পান তাঁরা। তাই পরবর্তীকালে দিব্যা ভারতীর ছেড়ে যাওয়া বহু ছবিতে কাস্ট করা হয় রম্ভাকে।
7/10
বাংলাতেও বেশ কয়েকটি ছবি করেছেন রম্ভা। জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর সঙ্গে।
8/10
বিয়ের পর ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন রম্ভা। বিভিন্ন সূত্রে জানা যায়, সেই সময়ে তাঁর মনে হয়েচিল, বিবাহিত হওয়ার কারণে তাঁর কেরিয়ারে প্রভাব পড়তে পারে বলে।
9/10
ছোট পর্দার একাধিক রিয়েলিটি শো-তে বিচারকের আসনে দেখা যায় রম্ভাকে। বর্তমানে স্বামী ও তিন সন্তান নিয়ে একেবারেই ঘোর সংসারী তিনি।
10/10
তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে শুধুই সন্তান, স্বামী, সংসারের ছবি। রম্ভাকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 05 Jun 2022 06:07 PM (IST)