Rukmini Maitra's special message to Ramkamal Mukherjee: 'তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উদযাপন করেছি,' রামকমলকে লিখলেন রুক্মিণী

Ramkamal Mukherjee : শহর ছাড়ছেন রামকমল, পরিচালকের উদ্দেশ্য় বিশেষ বার্তা রুক্মিণী মৈত্র

'তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উদযাপন করেছি,' রামকমলকে লিখলেন রুক্মিণী

1/10
এইমুহূর্তে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
2/10
সেখান থেকেই 'বিনোদিনী' ছবির পরিচালক রামকমল মুখোপাধ্য়ায়ের জন্য় বিশেষ বার্তা দিলেন রুক্মিণী মৈত্র।
3/10
শ্য়ুটিং শেষ, তাই শহর ছাড়ছেন পরিচালক। আর সেই জন্য় এই আবেগঘন পোস্ট লিখলেন রুক্মিণী।
4/10
তিনি রামকমলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, 'শ্য়ুটিংয়ের সময় আমরা একসঙ্গে হেসেছি, কেঁদেছি, প্রতিটি মুহূর্ত উদযাপন করেছি।'
5/10
তিনি আরও লেখেন, 'আমাদের স্বপ্নকে সত্য়ি করার জন্য় তোমাকে ধন্য়বাদ। তুমি শহর ছেড়ে যাচ্ছ, কিন্তু তোমার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি আমার মনে থেকে যাবে।'
6/10
প্রসঙ্গত, 'বিনোদিনী' শ্যুটিং শেষের সময়ও নিজের ইন্সটাগ্রামে আবেগভরা পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী।
7/10
'বিনোদিনী' ছবিতে অন্য়তম বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
8/10
এই ছবিতে ডিওপির দায়িত্ব সামলেছেন মধুরা পালিত।
9/10
এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে।
10/10
তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।
Sponsored Links by Taboola