Ranbir - Alia Marriage : এই ডিসেম্বরেই রণবীর-আলিয়ার বিয়ে? অবশেষে বলেই ফেললেন হবু শাশুড়ি

Ranbir - Alia Marriage : এই ডিসেম্বরেই রণবীর-আলিয়ার বিয়ে? অবশেষে বলেই ফেললেন হবু শাশুড়ি

1/10
ডিসেম্বরেই কি চারহাত এক হতে চলেছে রণবীর আলিয়ার ? ইঙ্গিত কিন্তু তেমনটাই
2/10
রণবীর কপূরের পরিবারে আলিয়ার যাতায়াত অবাধ। হবু পুত্রবধূ হিসেবে তিনি সকলের আদৃতা।
3/10
এরই মধ্যে জল্পনা বাড়িয়েছে রণবীর ও আলিয়ার সব কাজ ডিসেম্বর থেকে পিছিয়ে জানুয়ারিতে নিয়ে যাওয়ার বিষয়টি।
4/10
বিশেষত আগামী ছবি অ্যানিমালের কাজের জন্য সময় দিয়েও পিছিয়ে দেন রণবীর।
5/10
অন্যদিকে আলিয়াও ওই সময় কোনও শুটিং রাখছেন না।
6/10
এরই মধ্যে মুখ খুলেছেন আলিয়ার মা সোনি রাজদান। মুম্বইতে একটি ওয়েব সিরিজের প্রমোশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তাঁকে মেয়ের বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, আমিও জানতে চাই এই বিষয়ে কিছু ! এখনও জানি না।
7/10
গুঞ্জন ছিল, যোধপুরেই নাকি একান্তে বাগদান সেরেছেন রণবীর আলিয়া। কিন্তু পরে জানা যায় আসলে রণবীরের জন্মদিন সেলিব্রেট করতেই রাজস্থান উড়ে গিয়েছিলেন যুগলে।
8/10
ফিরে এসে বিমানবন্দরে তোলা ছবিতে আলিয়ার আঙুলে দেখা যায় একটি নতুন সোনার আংটি। তাতেই আবার ছড়িয়ে পড়ে বিয়ের জল্পনা।
9/10
এখন তাঁদের বিয়ের অফিসিয়াল ঘোষণার অপেক্ষাতেই আছেন সকলে
10/10
ডিসেম্বরেই কি তবে কপূর ও ভট্ট পরিবারে বিয়ের সানাই বাজবে ?
Sponsored Links by Taboola