Ranbir Alia Reception: রণবীর-আলিয়ার রিসেপশন পার্টিতে মেয়ে-জামাইয়ের সঙ্গে এলেন নীতু, দেখুন ছবি

পরিবারের সদস্যদের সঙ্গে রণবীর কপূর ও আলিয়া ভট্ট

1/10
১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। রণবীর কপূরের পালি হিলের বাড়ি বাস্তুতে বসেছিল বিয়ের আসর।
2/10
আজ দুই তারকার রিসেপশন পার্টি রয়েছে বাস্তুতেই। আর সেখানে একে একে হাজির হচ্ছেন পরিবারের সদস্য থেকে তারকারা।
3/10
নেট দুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের রিসেপশন পার্টিতে আসা অতিথিদের ছবি ও ভিডিও। মেয়ে জামাইয়ের সঙ্গে সেখানে এলেন নীতু কপূর।
4/10
সম্প্রতি যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, মেয়ে ঋদ্ধিমা কপূর সাহানি ও জামাই ভরত সাহানির সঙ্গে রিসেপশন পার্টিতে আসছেন নীতু কপূর। প্রত্যেকের পরনেই কালো পোশাক।
5/10
নীতু কপূর, ঋদ্ধিমা কপূর সাহানি এবং ভরত সাহানির পোশাক দেখে আন্দাজ করা যাচ্ছে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের রিসেপশন পার্টির ড্রেস কোড কালো হতে পারে বলে।
6/10
বিয়ের আগে মুখ খোলেননি রণবীর কপূর কিংবা আলিয়া ভট্ট। বিয়ে মিটতেই নানা ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
7/10
বিয়ের ছবির পর আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মেহেন্দির ছবি শেয়ার করেছেন আলিয়া ভট্ট।স্বপ্নের মতো বিয়ে, অফ হোয়াইট পোশাকে নবদম্পতির উপচে পড়া ঔজ্জ্বল্য.. ঠিক যেন রুপকথা
8/10
আলিয়া ভট্টের শেয়ার করা মেহেন্দির প্রথম ছবি সাদায় কালোয়। সেখানে রণবীর কপূরের (Ranbir Kapoor) ঘনিষ্ঠ হয়ে প্রেমের রঙ মাখছেন আলিয়া।
9/10
কোনও ছবিতে আবার রণবীরের হাতে ধরে ঋষি কপূরের ছবি। মেহেন্দির রঙে রাঙা গোটা উৎসব।
10/10
আলিয়া লিখছেন, 'মেহেন্দির অনুষ্ঠান ছিল স্বপ্ন সত্যি হওয়ার মত। একটা দিন যেটা পরিবার, প্রিয়জন আর প্রিয় বন্ধু আবৃত। আর হ্যাঁ, অনেক ফ্রেঞ্চ ফ্রাইজ। বরপক্ষের তরফ থেকে একটা চমকে দেওয়ার মতো পারফরমেন্স। যেখানে অয়ন ডিজে বাজাচ্ছে। আর মিস্টার কপূর একটা দারুণ চমক পরিকল্পনা করিয়েছিলেন আমার জন্য। যেখানে আমার ছবির গানে আমার প্রিয় শিল্পীরা পারফর্ম করল। সেটা দেখে আমাদের চোখ ভিজল, তৈরি হল আনন্দঘন, ভালোবাসার মুহূর্ত।
Sponsored Links by Taboola