Ranbir Kapoor: ৩৯-এ রণবীর কাপুর, জন্মদিনের আগে আলিয়াকে নিয়ে যোধপুর গেলেন অভিনেতা
ranbir_feature
1/10
: সোমবার বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর ৩৯-এ পা দিতে চলেছেন। আর স্বভাবতই ঋষি-পুত্রকে নিয়ে উন্মাদনা থাকবে তা স্বাভাবিক।
2/10
যদিও সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ফটো প্রকাশ্যে এসেছে যেখানে জন্মদিনের আগের রাতে যোধপুর যেতে দেখা গেল রণবীর ও আলিয়াকে।
3/10
রণবীরের জন্মদিনের আগে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা জুটি। যা নিয়ে নানা জল্পনাও বাড়ছে।
4/10
এই ট্রিপ কি শুধু জন্মদিনের সেলিব্রেশন না এর নেপথ্যে আরও কিছু কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। সোশাল মিডিয়ায় এ প্রসঙ্গে কুলুপ এঁটেছেন আলিয়াও।
5/10
অনেকেরই মত জীবনের বিশেষ দিন বিশেষভাবে সেলিব্রেট করার ভাবনা রেখেছেন তাঁরা।
6/10
২০১৭ থেকে 'বিশেষ বন্ধু'র সম্পর্কে রয়েছেন এই তারকা জুটি। জন্মদিনে কোনও বিশেষ পার্টি রাজস্থানে হচ্ছে কি না তা এখনও জানা যায়নি।
7/10
আপাতত করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং নিয়ে আলিয়া ও রণবীর। মুক্তি পাবে তাঁদের একসঙ্গে করা প্রথম কাজ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'।
8/10
সিনেপ্রেমীদের অবশ্য মত, রণবীরের জন্মদিনের শুভ মুহুর্তে 'এনগেজমেন্ট' সেরে ফেলবেন না তো বলিউডি দুই হার্টথ্রব?
9/10
অনেকে আবার জানাচ্ছেন না বিয়ের ভেন্যু নিশ্চিত করতেই যোধপুর যাচ্ছেন তাঁরা। হয়তো কিছুদিনের মধ্যে সেই ঘোষণা করবেন।
10/10
রণবীরের জন্মদিন উপলক্ষে সোশাল মাধ্যমে তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
Published at : 28 Sep 2021 07:21 AM (IST)