Raha Kapoor: প্রথম সর্বসমক্ষে হাজির রণবীর-আলিয়ার কন্যা রাহা, খুদে রানিকে কার মত দেখতে ?
বড়দিনের বড় উপহার। প্রথমবার মেয়েকে নিয়ে জনসমক্ষে এলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। তাঁদের একরত্তি মেয়েকে দেখে আদরে গদগদ নেটপাড়া। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদম্পতি এই প্রথম খুদের পুরো মুখ আনলেন সকলের সামনে। কুণাল কপূরের বাড়িতে ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চে অংশ নেওয়ার জন্য প্রবেশ করার সময় ক্যামেরাবন্দি। ছবি- নিজস্ব
গাড়ি থেকে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। এত ক্যামেরার ঝলকানিতে খানিক হয়তো হতবাকই হয়েছে পুচকে। বড় বড় চোখ করে চারিদিকে দেখতে থাকে সে। ছবি- নিজস্ব
এই প্রথম রণবীর-আলিয়ার কন্যাকে এত কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন পাপারাৎজিরা। কিন্তু মুহূর্তের মধ্যে তাঁদের থামতে বলেন রণবীর। ছবি- নিজস্ব
ক্রিসমাস থিমড ড্রেসে মিষ্টি দেখাচ্ছিল রাহাকে। মায়ের সঙ্গে মিলিয়ে লাল রঙের শ্যু পরেছিল খুদে। মাথায় দুটো ঝুঁটি, মুখ চেপে হতবাক খুদে রাহা, আর তাকে দেখে আনন্দে আত্মহারা অনুরাগী মহল। ছবি- নিজস্ব
আলিয়া ভট্টকে দেখা গেল কালো ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেসে, মাথায় ছিল রেইনডিয়ার হেয়ারব্যান্ড। রাহার বাবা, অভিনেতা রণবীর কপূর পরেছিলেন কালো শার্ট জিন্স ও জ্যাকেটে। তবে সমস্ত লাইমলাইট পড়ল তারকা কন্যার ওপরই। ছবি-নিজস্ব
চলতি বছরের ৬ নভেম্বর প্রথম জন্মদিন পালন করে খুদে রাহা। মিষ্টি পোস্টে মেয়েকে ভালবাসা জানিয়েছিলেন আলিয়া। ছবি- নিজস্ব
শুভানুধ্যায়ীরা বলছেন রাহার মুখের সঙ্গে নাকি তাঁর গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ রাজ কপূরের মুখের মিল আছে অনেকটাই। ছবি- নিজস্ব
ওই নীল রঙের চোখের চাউনি নাকি তাঁর কাছ থেকেই পাওয়া। ওদিকে পিসি করিশ্মা কপূরেরও নীল চোখ। সব মিলিয়ে নেটিজেনদের মতে ভট্ট নয়, কপূর পরিবারের সঙ্গে বেশি মিল রয়েছে তার। ছবি- নিজস্ব
ছোট্ট স্টারকিড অন্তরালে থেকেই পার করে ফেলে ১টা বছর। প্রথম জন্মদিনের প্রায় মাস দেড়েক পর প্রথম সামনে এল রাহা। আর তাই অনুরাগীদের মধ্যে বাঁধ ভেঙেছিল উচ্ছ্বাসের। ছবি- নিজস্ব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -