Ranbir-Alia Wedding: অতিথি বলতে শুধু পরিবার-পরিজন, তাতেই চাঁদের হাট রণবীর-আলিয়ার বিয়েতে
পাঁচ বছরের সম্পর্ক। অবশেষে পরিণতি পেল। বিয়ে সারলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছিমছাম অনুষ্ঠানেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। অতিথি তালিকায় ছিলেন শুধুমাত্র পরিবার এবং পরিজনরা। তাতেই চাঁদের হাট বসে গেল তাঁদের বিয়ের আসরে।
অনুষ্ঠানে নবদম্পতি ছাড়া যিনি মধ্যমণি হয়ে উঠলেন, তিনি হলেন রণবীরের মা নীতু কপূর। ছেলের বিয়েতে নাচ-গান কিছুই বাদ দেননি তিনি।
মেয়ে ঋদ্ধিমা এবং জামাইয়ের সঙ্গে বিয়েতে নীতু। সংবাদমাধ্যমের ক্য়ামেরার মুখোমুখিও হন তাঁরা।
রণবীরের জ্য়াঠতুতো দিদি করিনাও ছিলেন বিয়েতে। বরাবরের মতোই সাজগোজে নজর কেড়ে নেন করিনা।
ছেলে জে-র সঙ্গে বিয়ের অনুষ্ঠানের থেকে ছবি পোস্ট করেন করিনা। স্বামী সইফও গিয়েছিলেন। ছিল ছোট্ট তৈমুরও।
রণবীরের আর এক জ্যাঠতুতো দিদি করিশ্মাও ছিলেন বিয়েতে উপস্থিত। নবদম্পতির সঙ্গে ছবিও তোলেন তিনি।
বাবা ঋষি কপূরের প্রয়াণের পর করিশ্মা-করিনার বাবা রণধীরই এখন অভিভাবক। বিয়েতে তাঁর সঙ্গে ছবি তোলেন রণবীর।
কনেপক্ষের তরফে দেখা যায় আলিয়ার গোটা পরিবারকে। সৎ দিদি পূজা ভট্টে ছিলেন। আলিয়ার বাবা মহেশ ভট্ট হাতে রণবীরের নামের মেহেন্দিও পরেন।
কপূর পরিবারের সব সদস্যই ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বহু দিন পর পরিবারের অনুষ্ঠানে একসঙ্গে সকলকে দেখা গেল।
আলিয়া-রণবীরের সম্পর্কে কিউপিডের ভূমিকায় ছিলেন কর্ণ জোহর। বিয়েতে শামিল ছিলেনন তিনিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -