Ranbir-Alia Wedding: অতিথি বলতে শুধু পরিবার-পরিজন, তাতেই চাঁদের হাট রণবীর-আলিয়ার বিয়েতে

শুভ পরিণয়।

1/11
পাঁচ বছরের সম্পর্ক। অবশেষে পরিণতি পেল। বিয়ে সারলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।
2/11
ছিমছাম অনুষ্ঠানেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। অতিথি তালিকায় ছিলেন শুধুমাত্র পরিবার এবং পরিজনরা। তাতেই চাঁদের হাট বসে গেল তাঁদের বিয়ের আসরে।
3/11
অনুষ্ঠানে নবদম্পতি ছাড়া যিনি মধ্যমণি হয়ে উঠলেন, তিনি হলেন রণবীরের মা নীতু কপূর। ছেলের বিয়েতে নাচ-গান কিছুই বাদ দেননি তিনি।
4/11
মেয়ে ঋদ্ধিমা এবং জামাইয়ের সঙ্গে বিয়েতে নীতু। সংবাদমাধ্যমের ক্য়ামেরার মুখোমুখিও হন তাঁরা।
5/11
রণবীরের জ্য়াঠতুতো দিদি করিনাও ছিলেন বিয়েতে। বরাবরের মতোই সাজগোজে নজর কেড়ে নেন করিনা।
6/11
ছেলে জে-র সঙ্গে বিয়ের অনুষ্ঠানের থেকে ছবি পোস্ট করেন করিনা। স্বামী সইফও গিয়েছিলেন। ছিল ছোট্ট তৈমুরও।
7/11
রণবীরের আর এক জ্যাঠতুতো দিদি করিশ্মাও ছিলেন বিয়েতে উপস্থিত। নবদম্পতির সঙ্গে ছবিও তোলেন তিনি।
8/11
বাবা ঋষি কপূরের প্রয়াণের পর করিশ্মা-করিনার বাবা রণধীরই এখন অভিভাবক। বিয়েতে তাঁর সঙ্গে ছবি তোলেন রণবীর।
9/11
কনেপক্ষের তরফে দেখা যায় আলিয়ার গোটা পরিবারকে। সৎ দিদি পূজা ভট্টে ছিলেন। আলিয়ার বাবা মহেশ ভট্ট হাতে রণবীরের নামের মেহেন্দিও পরেন।
10/11
কপূর পরিবারের সব সদস্যই ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বহু দিন পর পরিবারের অনুষ্ঠানে একসঙ্গে সকলকে দেখা গেল।
11/11
আলিয়া-রণবীরের সম্পর্কে কিউপিডের ভূমিকায় ছিলেন কর্ণ জোহর। বিয়েতে শামিল ছিলেনন তিনিও।
Sponsored Links by Taboola