Ranbir Kapoor New Look: ক্লিন শেভড, সানগ্লাস, ঘাড়ে 'রাহা' ট্যাটু, নয়া লুকে নজর কাড়লেন রণবীর কপূর
রণবীর কপূর সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। কিন্তু ফের একবার তাঁর নতুন লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতার নতুন লুকের ছবি শেয়ার করলেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। তিনিই 'অ্যানিম্যাল' ছবির জন্য রণবীরের লুক তৈরি করেছিলেন।
আলিম হাকিম এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতাকে দেখা গেল ক্লিন-শেভড লুকে।
চোখে সানগ্লাস, ছোট করে কাটা চুল, পরনে বাথরোব। তবে দর্শকের নজর কাড়ল এক অন্য জিনিস। নিমেষেই যা মনজয় করল নেটিজেনদের।
রণবীরের লুকে নজর কাড়ল তাঁর ঘাড়ের নতুন ট্যাটু। কী সেই ট্যাটুর বিশেষত্ব? ছোট হাতের ইংরেজি অক্ষরে লেখা 'রাহা'।
২০২২ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করে তারকা দম্পতি রণবীর ও আলিয়ার সন্তান রাহা। বাবার যে সে খুব আদুরে তা বলাই বাহুল্য।
প্রথম জন্মদিনের প্রায় মাসখানেক পর, ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম বাবার কোলে, মায়ের হাত ধরে ক্যামেরার সামনে আসে রাহা। আর প্রথম ঝলকেই মন জয় করে দেশবাসীর।
নানা সময়েই কাজের জন্য মেয়ের থেকে দূরে থাকেন রণবীর। কিন্তু মেয়েকে সঙ্গে রাখার বিশেষ এই পথ নিয়েছেন তিনি। ট্যাটু করিয়েছেন একরত্তির নাম। অভিনেতার এই লুকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
রণবীর কপূরের নতুন হেয়ারকাটের পর তাঁর ছবি তুলেছেন আলিম। এর আগেও 'অ্যানিম্যাল' ছবির সিক্যুয়েলে অভিনেতার লুক পোস্ট করেন তিনি।
২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায় 'অ্যানিম্যাল' যা রীতিমতো ঝড় তোলে বক্স অফিসে। দর্শকের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রশংসিত হয় রণবীরের কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -