Ranbir-Rashmika: 'অ্যানিম্যাল' ছবির প্রমোশনে রণবীর ও রশ্মিকা, মুক্তি কবে ?

Ranbir-Rashmika Animal : অ্যানিম্যাল ছবি প্রমোশনে এসে ক্যামেরায় বিভিন্ন পোজে ধরা দিলেন রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দনা।

'অ্যানিম্যাল' ছবির প্রমোশনে রণবীর ও রশ্মিকা, মুক্তি কবে ?

1/10
অ্যানিম্যাল ছবি প্রমোশনে রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দনা।
2/10
ঘন নীল স্যুট এবং সাদা শার্টে দেখা গেল ঋষি পুত্র অরিজিৎকে।
3/10
হালকা গোলাপী এবং গোল্ডেন শাড়ি পড়ে আসেন রশ্মিকা মন্দনা।
4/10
সবমিলিয়ে একই সঙ্গে তাঁদের দুজনকে বেশ মানানসই দেখিয়েছে।
5/10
রণবীরের জন্মদিনে মুক্তি পেয়েছিল 'অ্যানিম্যাল'ছবির অফিসিয়াল টিজার।
6/10
টিজারে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকারও হতে দেখা গিয়েছে রণবীরকে।
7/10
যদিও এতকিছুর পরেও ছবিতে রণবীরের চরিত্রটির বিশ্বাস, তাঁর বাবাই অন্যতম ।
8/10
বাবা-ছেলের সম্পর্কের নিয়েই কি গল্প শোনাবে এই ছবি ? উত্তরের অপেক্ষায় সবাই।
9/10
আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'।
10/10
স্বাভাবিকভাবেই দুজনকে ফ্রেমে একসঙ্গে চাক্ষুস দেখার অপেক্ষায় অনুরাগীর দল।
Sponsored Links by Taboola