'Animal' Success Party: 'অ্যানিম্যাল' ছবির সাকসেস পার্টিতে চাঁদের হাট
বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হয় 'সাকসেস পার্টি'। হাজির ছিল ছবির গোটা টিম।
স্ত্রী আলিয়া ভট্টের হাত ধরে পার্টিতে প্রবেশ করেন তারকা অভিনেতা রণবীর কপূর।
নীল ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী আলিয়া ভট্ট। পোজ দিলেন স্বামী রণবীর কপূর, বাবা মহেশ ভট্ট ও শাশুড়ি নীতু কপূরের সঙ্গে।
পার্টিতে কালো পোশাকেই আসেন রণবীর, রশ্মিকা মান্দানা, অনিল কপূর, তৃপ্তি দিমরি।
সাদা স্লিভলেস শার্টে মধ্যমণি হয়ে ওঠেন ববি দেওল। কালো বডিকন ড্রেসে দেখা যায় ভাইরাল অভিনেত্রী তৃপ্তিকে।
মেরুন পোশাকে পাপারাৎজিদের সামনে পোজ দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
বাবা সুরেশ ওবেরয়ের সঙ্গে এদিনের পার্টিতে আসেন বিবেক ওবেরয়।
পার্টিতে ছিলেন সস্ত্রীক হিমেশ রেশমিয়া। এসেছিলেন ফারহা খান, আয়ুষ্মান খুরানা, তামান্না ভাটিয়া প্রমুখ তারকা।
২০২৩ সালের মুক্তি প্রাপ্ত বলিউড ব্লকবাস্টারগুলির অন্যতম 'অ্যানিম্যাল'। রণবীর কপূরের কেরিয়ারের সবচেয়ে সফল ছবি এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -