Ranbir Kapoor : চল্লিশে পা রণবীরের, ফিরে দেখা সেরা কাজ ও প্রত্যাখ্যাত সিনেমাগুলি
রকেট সিংহ, সেলসম্যান অফ দ্য ইয়ার - গ্ল্যামারের মোড়ক ছেড়ে পাশের বাড়ির ছেলের মোড়ক। পাঞ্জাবী সেলসম্যানের চরিত্রে রণবীরের অভিনয় বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেসের ঘোড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়েক আপ সিড- লক্ষ্যচ্যুত বড়লোক পরিবারের ছেলের নিজের জীবনের মানে ও আবেগকে আঁকড়ে লড়াই চালানোর কাহিনীতে রণবীর নজর কেড়েছিলেন।
বরফি - নিঃসন্দেহে রণবীরের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। মুখে কিছু না বলেও অভিনয়ে যে প্রতিপদে তিনি কথার ফুলকি ছোটান, বুঝিয়েছিলেন রণবীর।
জগ্গা জাসুস- সিনেমা হিসেবে খুব একটা সফল না হলেও অভিনেতা রণবীরের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ।
তামাশা- ইমতিয়াজ আলির সিনেমাটি ঘিরে একেবারে ভিন্ন রকমের মতামত মেলে। তবে বেদের চরিত্রে রণবীরের অভিনয়ের মুন্সিয়ানা নজর কাড়ার মতো।
জিন্দেগি না মিলেগি দোবারা- রণবীর যে সিনেমাগুলো প্রত্যাখ্যান করেছেন, তার মধ্যে সবথেকে চর্চিত চলচ্চিত্র জিন্দেগি না মিলেগি দোবারা।
রামলীলা- সঞ্জয় লীনা বনসালীর কাজে উৎসাহ দেখাননি। যে সিনেমা অন্য রণবীরের (সিংহ) কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
গাল্লি বয়- আরও একটা সিনেমা যেটা এক রণবীর ছাড়ায় খ্যাতি কুড়ান অপর রণবীর।
দিল্লি বেলি- দিল্লি বেলির লিড রোল ছেড়েছিলেন রণবীর। যেখানে ছাপ রেখেছিলেন ইমরান খান।
২ স্টেটস- চেতন ভগতের বই নিয়ে তৈরি কাজের অফার ছেড়েছিলেন রণবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -