Durga Puja 2022: সূক্ষ রাজস্থানি নকশা, চোখ ধাঁধানো আলোর সাজ, ঘুরে দেখুন লো ল্যান্ডের 'অন্দরমহল'
রাস্তা থেকে ঢোকার মুখেই একটা রাজস্থানি আদলের গেট। তারপর লম্বা রাস্তা মোড়া আলোয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরাহনগর লো ল্যান্ডের পুজোর এই বছরের থিম, 'অন্দরমহল'। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজস্থানি সাজ।
লম্বা ধাঁচের মণ্ডপের মোট ৩টে ধাপ। ঢোকার রাস্তা এমনই করা হয়েছে যে আপনার মনে হবে, কোনও রাজবাড়িতে প্রবেশ করছেন।
এরপর রাজস্থানি ঘরানায় তৈরি করা হয়েছে প্রাসাদের 'অন্দরমহল'। করিডোর থেকে শুরু করে ঝরোখার কাজ, সবই ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে।
এরপর দ্বিতীয় ধাপ, অন্দরমহলের প্রত্যেক দেওয়ালে রয়েছে ভরাট মিনাকারি কাজ। সাধারণত আগ্রা ও উত্তরভারতের দূর্গের দেওয়ালে এই ধরণের কাজ দেখা যায় শ্বেত পাথরের ওপর।
মণ্ডপের ছাদে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র। সেখানে দেখা যাচ্ছে, কোথাও পালকি নিয়ে যাওয়ার দৃশ্য, কোথাও বা রাজ দরবার
প্রতিমার সাজ থেকে শুরু করে আদল, সবই করা হয়েছে রাজস্থানি ধারাকে মাথায় রেখে।
মণ্ডপে আলোর ব্যবহারে যেন আরও ঝলমলে হয়ে উঠেছে অন্দরসজ্জা। বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে আয়না।
মণ্ডপের সামনে জলাধার রয়েছে। প্রতিবছরই এই জলাধারকে খুব ভালোভাবে ব্যবহার করে লো ল্যান্ড। এই বছর রাজস্থানের এই প্রাসাদের ছায়া জলে পড়ে নয়নাভিরাম সৌন্দর্য্য দেখাচ্ছে।
বড় ঝাড়লন্ঠন, রঙিন কাজে নজর কাড়ছে বরানগর লো ল্যান্ডের পুজো। আলোকসজ্জা দেখতে চাইলে এই মণ্ডপ রাতে দেখাই ভালো।
মণ্ডপের যে অংশে প্রতিমাকে রাখা হয়েছে সেই অংশটা গোলাকার। সোনালি কাজে মুড়ে ফেলা হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ, আলোর কাজও দেখার মতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -