Durga Puja 2022: সূক্ষ রাজস্থানি নকশা, চোখ ধাঁধানো আলোর সাজ, ঘুরে দেখুন লো ল্যান্ডের 'অন্দরমহল'
Durga Puja 2022 News: কলকাতার বুকে এক টুকরো রাজস্থান।
সূক্ষ রাজস্থানি নকশা, চোখ ধাঁধানো আলোর সাজ, ঘুরে দেখুন লো ল্যান্ডের 'অন্দরমহল'
1/11
রাস্তা থেকে ঢোকার মুখেই একটা রাজস্থানি আদলের গেট। তারপর লম্বা রাস্তা মোড়া আলোয়।
2/11
বরাহনগর লো ল্যান্ডের পুজোর এই বছরের থিম, 'অন্দরমহল'। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজস্থানি সাজ।
3/11
লম্বা ধাঁচের মণ্ডপের মোট ৩টে ধাপ। ঢোকার রাস্তা এমনই করা হয়েছে যে আপনার মনে হবে, কোনও রাজবাড়িতে প্রবেশ করছেন।
4/11
এরপর রাজস্থানি ঘরানায় তৈরি করা হয়েছে প্রাসাদের 'অন্দরমহল'। করিডোর থেকে শুরু করে ঝরোখার কাজ, সবই ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে।
5/11
এরপর দ্বিতীয় ধাপ, অন্দরমহলের প্রত্যেক দেওয়ালে রয়েছে ভরাট মিনাকারি কাজ। সাধারণত আগ্রা ও উত্তরভারতের দূর্গের দেওয়ালে এই ধরণের কাজ দেখা যায় শ্বেত পাথরের ওপর।
6/11
মণ্ডপের ছাদে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র। সেখানে দেখা যাচ্ছে, কোথাও পালকি নিয়ে যাওয়ার দৃশ্য, কোথাও বা রাজ দরবার
7/11
প্রতিমার সাজ থেকে শুরু করে আদল, সবই করা হয়েছে রাজস্থানি ধারাকে মাথায় রেখে।
8/11
মণ্ডপে আলোর ব্যবহারে যেন আরও ঝলমলে হয়ে উঠেছে অন্দরসজ্জা। বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে আয়না।
9/11
মণ্ডপের সামনে জলাধার রয়েছে। প্রতিবছরই এই জলাধারকে খুব ভালোভাবে ব্যবহার করে লো ল্যান্ড। এই বছর রাজস্থানের এই প্রাসাদের ছায়া জলে পড়ে নয়নাভিরাম সৌন্দর্য্য দেখাচ্ছে।
10/11
বড় ঝাড়লন্ঠন, রঙিন কাজে নজর কাড়ছে বরানগর লো ল্যান্ডের পুজো। আলোকসজ্জা দেখতে চাইলে এই মণ্ডপ রাতে দেখাই ভালো।
11/11
মণ্ডপের যে অংশে প্রতিমাকে রাখা হয়েছে সেই অংশটা গোলাকার। সোনালি কাজে মুড়ে ফেলা হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ, আলোর কাজও দেখার মতো।
Published at : 28 Sep 2022 12:44 PM (IST)