Randhir Kapoor Birthday: জন্মদিনে রণধীর কপূরের অজানা তথ্য
আজ জন্মদিন বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরের। জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব অল্প বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয় রণধীর কপূরের। শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। 'শ্রী ৪২০', 'দো ওস্তাদ' ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়।
১৯৭১ সালে মুক্তি পাওয়া 'কাল আজ অউর কাল' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় রণধীর কপূরের। এই ছবিতে রণধীর কপূর ছাড়াও অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কপূর, রাজ কপূর এবং ববিতা।
বলিউডের 'হিট মেশিন' বলা হত রণধীর কপূরকে। 'জিৎ', 'জওয়ানি দিওয়ানি', 'রামপুর কা লক্ষণ' এবং একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।
প্রযোজক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। ''আ অব লওট চলে, 'হেনা', 'প্রেমগ্রন্থ' ছবি প্রযোজনা করেন তিনি।
শুধু অভিনেতা কিংবা প্রযোজকই নন, পরিচালক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। বেশ কিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি।
রাজেন্দ্র কুমার অভিনীত 'ঝুক গয়া আসমান' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রণধীর কপূর। ছবিটি মুক্তি পায় ১৯৬৮ সালে।
বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -