Rani Mukerji: যে বলি তারকাদের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের সম্পর্কের গুঞ্জন রটে
বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় তাঁর ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন। তাই প্রায় সমস্ত বলি তারকারা সোশ্যাল মিডিয়া থাকলেও, তাঁর কোনও অ্যাকাউন্ট নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলা ছবি 'বিয়ের ফুল' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় রানি মুখোপাধ্যায়ের। এরপর আর তাঁকে বাংলা ছবিতে দেখা যায়নি। পাকাপাকিভাবে বলিউডে কেরিয়ার শুরু করেন।
'রাজা কি আয়েগি বারাত' ছবি দিয়ে বলিউডে পা রাখেন রানি। যদিও তিনি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন 'গুলাম' এবং 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়ে।
যেহেতু ব্যক্তিগত জীবন অত্যন্ত গোপনে রাখতে পছন্দ করেন রানি মুখোপাধ্যায়, তাই তাঁর সম্পর্কে জানাও কম যায়। তবে, আদিত্য চোপড়াকে বিয়ে করার আগে বেশ কয়েকজন তারকার সঙ্গে রানির সম্পর্কের কথা জানা যায়।
বিভিন্ন সাক্ষাৎকারে রানি মুখোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে, 'গুলাম' ছবির সময়ই আমির খানের প্রতি তাঁর ভালোলাগা তৈরি হয়। সেই সময় তাঁদের কেমিস্ট্রি নিয়েও জোর চর্চা হয়।
২০০০ সালে 'হদ কর দি আপনে' ছবিতে গোবিন্দার সঙ্গে জুটি বাঁধেন রানি মুখোপাধ্যায়। শোনা যায়, সেই সময়ই দুই তারকার মধ্যে সম্পর্ক তৈরি হয়।
শোনা যায়, অভিনেত্রীকে নানা দামী উপহারও দিতেন গোবিন্দা। যদিও রানি মুখোপাধ্যায় কিংবা গোবিন্দার পক্ষ থেকে এই সম্পর্কের কথা স্বীকার করা হয়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, রানি মুখোপাধ্যায়ের বাড়িতে নাইট ড্রেসে দেখা গিয়েছিল গোবিন্দাকে। সেই সময় গোবিন্দারএবং তাঁর স্ত্রী সুনীতার মধ্যে রানি মুখোপাধ্যায়কে নিয়ে সমস্যার কথাও শোনা যায়।
একাধিক ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধেন রানি মুখোপাধ্যায়। ছবির সেট থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার গুঞ্জন রটে।
যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। শোনা যায়, পরিবারের মত না থাকার কারণেই রানির সঙ্গে সম্পর্ক ভেঙে দেন অভিষেক বচ্চন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -