Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rani Mukherji Birthday: রানি মুখোপাধ্যায়ের জন্মদিনে কিছু জনপ্রিয় সিনেমার তালিকা
রানি মুখোপাধ্যায় অভিনয় জগতে পা রেখেছিলেন 'রাজা কি আয়েগি বারাত'। ১৯৯৬ সালে খানিক অন্যধরণের এই ছবি দিয়েই অভিনয় যাত্রা শুরু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানির বাংলায় প্রথম ছবি 'বিয়ের ফুল'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে কাজ করেন তিনি। মজার ব্যাপার হল এই ছবিটি ১৯৯৬ সালে একই দিনে 'রাজা কি আয়েগি বারাত'-এর সঙ্গেই মুক্তি পায়।
১৯৯৮ সালে আমির খানের বিপরীতে জনপ্রিয় ছবি 'গুলাম'-এ কাজ করেন তিনি। যদিও তাঁর চরিত্র বেশ ছোটই ছিল তবে 'আতি কেয়া খন্ডালা' গানের জন্য বেশ পরিচিতি পান তিনি।
একই বছরে কর্ণ জোহর তাঁর বিখ্যাত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-তে রানিকে কাস্ট করেন। শাহরুখ ও কাজলের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেন তিনি।
এরপর একের পর এক ছবিতে কাজ করতে শুরু করেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য 'হেলো ব্রাদার', 'হে রাম', 'বাদল', 'হধ কর দি আপনে', 'কহি পেয়ার না হো যায়', 'হর দিল যো পেয়ার করেগা' ইত্যাদি।
২০০১ সালে বেশ বিতর্কের পর মুক্তি পায় 'চোরি চোরি চুপকে চুপকে'। সারোগেসির ওপর ভিত্তি করে প্রীতি জিন্টা ও সলমন খানের সঙ্গে দ্বিতীয় ছবিতে দেখা যায় তাঁকে।
২০০২ সালে 'যশ রাজ ফিল্মস'-এর সঙ্গে কাজ করতে শুরু করেন অভিনেত্রী। বিবেক ওবেরয়ের সঙ্গে 'সাথিয়া' ছবি বেশ নজর কেড়েছিল।
শাহরুখ খানের সঙ্গে 'চলতে চলতে' বেশ জনপ্রিয়তা লাভ করে। এছাড়া 'যুবা' ছবিতেও বেশ অন্যরকমের চরিত্রে দেখা যায় তাঁকে।
একাধিক নারীকেন্দ্রীক ছবিতে কাজ করেছেন তিনি। 'মর্দানি', 'হিচকি' তার মধ্যে অন্যতম।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'নো ওয়ান কিলড জেসিকা'-এ তাঁর বোল্ড অভিনয় সকলের মনে গেঁথে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -