Rani Rashmoni: মনখারাপ লুকিয়ে কেক কাটল টিম 'রানি রাসমণি', শেষ সম্প্রচার আগামীকাল
ধারাবাহিকে শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল ৬ মাস আগে। তবু তিনি জানতেন, ধারাবাহিকের শ্যুটিং সেট আছে, মানুষগুলো আছে। মনখারাপ হলেই চলে আসতে পারতেন রানি রাসমণি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু শেষদিনের শ্যুটিংয়ে এসেও মন ভারি হয়ে গেল তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষবারের মত পরলেন সেই সাদা শাড়ি, গায়ে নিলেন শাল। ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'-র (Korunamoyee Rani Rashmoni) শ্যুটিংয়ের শেষ দিনে মনখারাপ দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy)।
জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের গন্ডি পেরনো, প্রাপ্তবয়স্ক হওয়া, কলেজে পা রাখা, সবকিছুরই সাক্ষী এই ধারাবাহিক। শ্যুটিং সেটে বই নিয়ে যেতেন 'রানি রাসমনি' ধারাবাহিকের 'রানিমা'। ৪ বছর ধরে সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা ও অভিনয়।
শেষদিনের শ্যুটিংয়ে এসে দিতিপ্রিয়া বলছেন, 'আজ থেকে ৬ মাস আগে ধারাবাহিকে আমার অংশ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই ধারাবাহিকের সঙ্গে আমি চার বছরেরও বেশি সময় ধরে যুক্ত। এই মানুষগুলো আমার পরিবারের মত হয়ে গিয়েছে। ইন্দ্রপুরী স্টুডিওটা নিজের বাড়ির মত মনে হয়। মনখারাপ হলেই আমি এখানে চলে আসতাম সবার সঙ্গে দেখা করতে। মনে হত, মানুষগুলো আছে, সেটটা আছে। আজকের পর সেটা আর থাকবে না। সবাই অন্যান্য জায়গায় ব্যস্ত হয়ে পড়বেন। সব মিলিয়ে মনখারাপ তো বটেই।'
মনখারাপ সন্দীপ্তা সেনেরও (Sandipta Sen)। মা সারদার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সন্দীপ্তা বলছেন, 'এই ধারাবাহিকের সঙ্গে আমি গত ৮ মাস থেকে যুক্ত। প্রত্যেকটা চরিত্র দর্শকদের মনের এত কাছের হয়ে উঠবে আমরা কেউ ভাবিনি। প্রত্যেকেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন। সারদাদেবীর চরিত্রে কাজ করতে পাওয়া আমার কাছে ভীষণ ভালোলাগার। আর এই কাজটা করতে গিয়ে দর্শকদের থেকে যতটা ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না।'
শেষদিনের শ্যুটিংয়ে সৌরভ বললেন, 'আমাদের ধারাবাহিক রানি রাসমণির যাত্রা এর পর্যন্তই। এরপর অন্য কোথাও, অন্য কোনও রূপে ফের ধরা দেব আপনাদের সামনে। আপনারা আমায় যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। ধারাবাহিকে প্রথম যেদিন কাজ করতে আসি একটা ভয় থাকে, সেইসঙ্গে নতুন চরিত্রে অভিনয় করার ভালোলাগাও থাকে। আর শেষদিন একরাশ মনখারাপ নিয়ে সেট ছাড়তে হয়। এর মাঝের সময়টাই আমাদের মনে থেকে যায়। প্রায় দেড় বছর এই মহান চরিত্রকে আমি দর্শকদের সামনে নিয়ে আসতে পেরেছি আর প্রতিক্রিয়ায় যেভাবে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি দর্শকদের কাছে ঋণী। এই শেষদিনে কেবল ভালোবাসাই আদান প্রদান করা যায়।'
মনখারাপ পর্দার জগদম্বা মিমি চক্রবর্তীরও। ধারাবাহিকের শেষ ৩ মাস অভিনয় করেছিলেন তিনি। মিমি বলছেন, 'শট দিতে গিয়ে চোখে দল আসছে। মাত্র ৩ তিন মাসেই এত মন খারাপ আমার আর যাঁরা এই ধারাবাহিকের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন তাঁদের দিকে আর তাকানো যাচ্ছে না। প্রত্যেকের মনখারাপ।
মোমবাতি নিভিয়ে চকোলেট কেকে ছুড়ি চালালেন টিম রানি রাসমনি। কিন্তু তারমধ্যেও মিশে রইল ফুরিয়ে যাওয়ার বিষাদ।
কেকের ওপর লেখা ছিল হৃদয় জুড়ে 'করুণাময়ী রানি রাসমণি'। কেক কাটার অনুষ্ঠানের মধ্যমণিও সাদা শাড়ির দিতিপ্রিয়াই।
দিতিপ্রিয়ার শেষদিনের শ্যুটিংয়েও এমনই মনখারাপ ছিল সবার। তাঁকেও বিদায় দেওয়া হয়েছিল আদরে উপহারে। রানি রাসমণির অন্তিম পর্ব দেখা যাবে আগামীকাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -