Ranveer Deepika: ফ্রেমবন্দি রণবীর-দীপিকার প্রেম, রোহিতের ছবির প্রচারে এসে বিশেষ উপহার পেলেন নায়িকা
Ranveer Deepika News: অনেকেই আমায় প্রশ্ন করতেন, সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কোনও নারী পুলিশ অফিসারকে দেখা যাবে কি না। আমার সঙ্গে সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে রাজি হয়েছেন দীপিকা পাড়ুকোন
ফ্রেমবন্দি রণবীর-দীপিকার প্রেম, রোহিতের ছবির প্রচারে এসে বিশেষ উপহার পেলেন নায়িকা
1/10
গুঞ্জন, সম্পর্কে ভাঙন, একসঙ্গে বিবাহবার্ষিকী না কাটানোর খবর? কোথায় কী! বৃহস্পতিবার গোলাপি কোট-প্যান্ট আর কালো টি-শার্টের ঘনিষ্ঠতা বলে গেল অন্য গল্প।
2/10
বলিউডের প্রিয় জুটির চেনা দাম্পত্য, চেনা রসায়ন, চেনা সুখ, চেনা হাসিমুখের গল্প। রোহিত শেট্টির (Rohit Shetty)-র নতুন ছবি 'সার্কাস' (Circus)-র গান মুক্তির অনুষ্ঠানে এসে চিরাচরিত প্রেমের রঙ ছড়ালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)।
3/10
সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল, চিড় ধরেছে দীপিকা ও রণবীরের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হত মুগ্ধ চোখে রণবীরের দীপিকার দিকে তাকিয়ে থাকার ছোট্ট ছোট্ট ক্লিপিংস, সেই জুটির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে!
4/10
অনুরাগীদের মন খারাপ। তামাম দুনিয়াকে 'কাপল গোলস' যে জুটি, বিবাহবার্ষিকীতে একে অপরের ওয়ালে ভালবাসামাখা পোস্ট নেই কেন.. তবে কী সত্যিই সম্পর্ক আগের জায়গায় নেই দীপিকা রণবীরের?
5/10
তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে একাধিকবার নিজেদের সম্পর্কের ভাল দিকের কথাই বলেছেন রণবীর। আর বৃহস্পতিবার অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল দীপিকা রণবীরের সেই চেনা রসায়ন।
6/10
গানের তালে পাও মেলালেন জুটি। একে অপরে আগলে, খুশিতে, আনন্দে যেন গোটা দেশের বার্তা পৌঁছে দিলেন, গুঞ্জনই সার, দীপবীর আছে দীপবীরেই।
7/10
অন্যদিকে, এদিনই দীপিকাকে নিয়ে নতুন ছবির ঘোষণা করলেন রোহিত শেট্টি।
8/10
সিংহম (Singham)-এর সিক্যুয়ালে একজন মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 'সিংঘম এগেন' (Singham Again) নাম দিয়ে 'সিংঘম'-এর নতুন সিক্যুয়াল নিয়ে আসছে রোহিত শেট্টি।
9/10
এর আগে 'সিংঘম'-এ অভিনয় করেছিলেন অজয় দেবগণ। দর্শকদের কাছে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। তবে এবার 'সিংঘম' সিরিজে নতুন সংযোজন হতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
10/10
এই ছবির সম্পর্কে রোহিত শেট্টি বলেন, 'অনেকেই আমায় প্রশ্ন করতেন, সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কোনও নারী পুলিশ অফিসারকে দেখা যাবে কি না। আজ আমি জানাচ্ছি, আমার সঙ্গে সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে রাজি হয়েছেন দীপিকা পাড়ুকোন। 'সিংঘম এগেন'-এ আমরা একসঙ্গে কাজ করব আর সেখানে লেডি সিংঘমের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। একজন মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ।'
Published at : 09 Dec 2022 12:15 AM (IST)