Entertainment News: Ramp-এ ঝড় তুললেন রণবীর-দীপিকা, দেখুন ছবি

Ranveer-Deepika On Ramp: পর্দা হোক বা বাস্তব, রণবীর-দীপিকা মানেই দুরন্ত রসায়ন।এবার Ramp-এও একসঙ্গে দুরন্ত পারফরম্যান্স কর্তা-গিন্নির।

আগুন ঝরালেন রণবীর-দীপিকা

1/8
পর্দা হোক বা বাস্তব, রণবীর-দীপিকা মানেই দুরন্ত রসায়ন।
2/8
এবার Ramp-এও একসঙ্গে দুরন্ত পারফরম্যান্স কর্তা-গিন্নির।
3/8
রণবীর সিং মানেই যে অফুরন্ত এনার্জি ও পরীক্ষা-নিরীক্ষা, সে কথা বলিউডে সকলের জানা।
4/8
আর দীপিকা পাড়ুকোন? তিনি অলৌকিক সৌন্দর্য।
5/8
এবার কর্তা-গিন্নি দুজনকে একসঙ্গে সাজালেন মণীশ মালহোত্র।
6/8
তারকা ডিজাইনারের বিশেষ শোয়ে মুম্বইয়ের 'জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টার'-এ RAMPWALK করলেন দুজন।
7/8
রণবীর পরেছিলেন কালো শেরওয়ানি, দীপিকা লেহঙ্গা। দুজনের পোশাকেই চিকনকারির কাজ 'কমন ফ্যাক্টর'।
8/8
কর্তা-গিন্নিকে দেখে মণীশ মলহোত্রার কমেন্ট, 'ফেনোমেনাল'।
Sponsored Links by Taboola