Deepika Ranveer Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে দেখে নেওয়া যাক রণবীর-দীপিকার সেরা ১০ ছবি
abp ananda
Updated at:
14 Nov 2021 02:26 PM (IST)
1
আজ তৃতীয় বিবাহবার্ষিকী রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
শোনা যায় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ ২০১২ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
3
৬ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
4
২০১৮-র ১৪ নভেম্বর বিয়ে করেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি।
5
ইটালির লেক কোমোতে বসেছিল রণবীর-দীপিকার স্বপ্নের বিয়ের আসর।
6
শুধু রিয়েল লাইফেই নয়, রিল লাইফেও জনপ্রিয় জুটি রণবীর-দীপিকা।
7
পর্দায় তাঁরা প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন 'গোলিয়ো কি রাসলীলা - রামলীলা' ছবিতে।
8
এরপর তাঁরা ফের জুটি বাঁধেন 'বাজিরাও মস্তানি' ছবিতে।
9
খুব শীঘ্রই ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে 'এইট্টি থ্রি' ছবিতে।
10
'এইট্টি থ্রি' ছবিতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় রয়েছেন রণবীর-দীপিকা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -