Deepika Ranveer Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে দেখে নেওয়া যাক রণবীর-দীপিকার সেরা ১০ ছবি
রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন
1/10
আজ তৃতীয় বিবাহবার্ষিকী রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের।
2/10
শোনা যায় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ ২০১২ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
3/10
৬ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
4/10
২০১৮-র ১৪ নভেম্বর বিয়ে করেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি।
5/10
ইটালির লেক কোমোতে বসেছিল রণবীর-দীপিকার স্বপ্নের বিয়ের আসর।
6/10
শুধু রিয়েল লাইফেই নয়, রিল লাইফেও জনপ্রিয় জুটি রণবীর-দীপিকা।
7/10
পর্দায় তাঁরা প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন 'গোলিয়ো কি রাসলীলা - রামলীলা' ছবিতে।
8/10
এরপর তাঁরা ফের জুটি বাঁধেন 'বাজিরাও মস্তানি' ছবিতে।
9/10
খুব শীঘ্রই ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে 'এইট্টি থ্রি' ছবিতে।
10/10
'এইট্টি থ্রি' ছবিতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় রয়েছেন রণবীর-দীপিকা।
Published at : 14 Nov 2021 02:26 PM (IST)