Rocky Aur Rani Kii Prem Kahaani Premiere: অনন্য়া-সারা থেকে অভিষেক-জয়া, 'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রিমিয়ারে বসল চাঁদের হাট
'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রিমিয়ারে স্বামী রণবীর কপূরের হাতে হাত রেখে হাজির হলেন আলিয়া ভট্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি দেখতে মুম্বাইয়ে এই জমকালো শো'তে দেখা মিলল চাঙ্কি পাণ্ডের।
সাদা পোশাকে স্বামী ভিকি কৌশলের সঙ্গে এদিন হাজির হয়েছিলেন ক্য়াটরিনা কাইফও।
'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রিমিয়ারে দেখা মিলল অভিনেত্রী অনন্য়া পাণ্ডেরও।
এদিনের শোয়ে হাজির ছিলেন অভিনেত্রী করিশ্মা কপূর।
দেখা মিলল অভিষেক বচ্চনেরও।
ভাইয়ের ইব্রাহিমের সঙ্গে এদিনের শো উপভোগ করতে এসেছিলেন জেন ওয়াই তারকা সারা আলি খান।
'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রিমিয়ারে এসেছিলেন জয়া বচ্চনও।
এদিনের শোয়ে দেখা মিলল নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদিরও।
২৮ জুলাই মুক্তি পেতে চলেছে কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -