Rashmika Mandanna: জুহুতে ক্যামেরাবন্দি 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মান্দান্না
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
কথায় বলে, তিনি 'জাতীয় ক্রাশ'। তিনি দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দান্না। পা রাখছেন বলিউডেও।
2/10
আজ রশ্মিকা পাপারাৎজিদের ক্য়ামেরাবন্দি হলেন জুহুর 'সানি সুপার সাউন্ড স্টুডিও'-র সামনে।
3/10
পরনে কমলা জাম্পস্যুট। চোখে রোদচশমা। কালো মাস্ক। ক্যামেরার সামনে তাঁর সহজলভ্য ভঙ্গীতে দিলেন পোজ।
4/10
তামিল ও তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী আজ শেষ করলেন বিকাশ বহেল পরিচালিত 'গুডবাই' ছবির শ্যুটিং।
5/10
ইনস্টাগ্রামে শেষ শ্যুটের দিনের ছবি পোস্ট করে রশ্মিকা লেখেন, 'গুডবাই। নিজের সন্তান "গুডবাই"কে বিদায় জানাতে কষ্ট হয়। কিন্তু বন্ধুরা এই ছবির জন্য আমার শ্যুটিং শেষ হল।'
6/10
তাঁর পোস্ট থেকেই জানা যায় গত ২ বছর ধরে চলছে এই ছবির শ্যুটিং। করোনা কালে ভাটা পড়লেও সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ছবির কাজ শেষ করেছেন তিনি।
7/10
এই ছবিতে রশ্মিকার মা-বাবার চরিত্রে দেখতে পাওয়া যাবে নীনা গুপ্তা ও অমিতাভ বচ্চনকে। পোস্টে তাঁদেরও ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
8/10
রশ্মিকা যখন গোটা দেশের 'ক্রাশ', তখন অভিনেত্রী কার প্রেমে মজলেন? এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান, ছোটবেলা থেকে বিজয় থলপতি তাঁর পছন্দের। দক্ষিণী ছবির অপর কিংবদন্তি অভিনেতা তিনি।
9/10
শোনা যায় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন রশ্মিকা। একাধিকবার তাঁদের বিয়ের গুজবও ছড়িয়েছে। তবে রশ্মিকা বা বিজয় কেউই এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি।
10/10
গত বছর মুক্তি পায় 'পুষ্পা'। কাজ শুরু হয়েছে তাঁর দ্বিতীয় ভাগের। সেখানে অল্লু অর্জুনের বিপরীতে ফের দেখা যাবে রশ্মিকাকে।
Published at : 25 Jun 2022 02:58 PM (IST)