Rashmika Mandanna: জুহুতে ক্যামেরাবন্দি 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মান্দান্না
কথায় বলে, তিনি 'জাতীয় ক্রাশ'। তিনি দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দান্না। পা রাখছেন বলিউডেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ রশ্মিকা পাপারাৎজিদের ক্য়ামেরাবন্দি হলেন জুহুর 'সানি সুপার সাউন্ড স্টুডিও'-র সামনে।
পরনে কমলা জাম্পস্যুট। চোখে রোদচশমা। কালো মাস্ক। ক্যামেরার সামনে তাঁর সহজলভ্য ভঙ্গীতে দিলেন পোজ।
তামিল ও তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী আজ শেষ করলেন বিকাশ বহেল পরিচালিত 'গুডবাই' ছবির শ্যুটিং।
ইনস্টাগ্রামে শেষ শ্যুটের দিনের ছবি পোস্ট করে রশ্মিকা লেখেন, 'গুডবাই। নিজের সন্তান গুডবাইকে বিদায় জানাতে কষ্ট হয়। কিন্তু বন্ধুরা এই ছবির জন্য আমার শ্যুটিং শেষ হল।'
তাঁর পোস্ট থেকেই জানা যায় গত ২ বছর ধরে চলছে এই ছবির শ্যুটিং। করোনা কালে ভাটা পড়লেও সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ছবির কাজ শেষ করেছেন তিনি।
এই ছবিতে রশ্মিকার মা-বাবার চরিত্রে দেখতে পাওয়া যাবে নীনা গুপ্তা ও অমিতাভ বচ্চনকে। পোস্টে তাঁদেরও ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
রশ্মিকা যখন গোটা দেশের 'ক্রাশ', তখন অভিনেত্রী কার প্রেমে মজলেন? এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান, ছোটবেলা থেকে বিজয় থলপতি তাঁর পছন্দের। দক্ষিণী ছবির অপর কিংবদন্তি অভিনেতা তিনি।
শোনা যায় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন রশ্মিকা। একাধিকবার তাঁদের বিয়ের গুজবও ছড়িয়েছে। তবে রশ্মিকা বা বিজয় কেউই এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি।
গত বছর মুক্তি পায় 'পুষ্পা'। কাজ শুরু হয়েছে তাঁর দ্বিতীয় ভাগের। সেখানে অল্লু অর্জুনের বিপরীতে ফের দেখা যাবে রশ্মিকাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -