Rekha Birthday:৬৯তম জন্মদিনে 'ডিভা', ফিরে দেখা রেখার জীবন, ছবি ও রহস্য
বলিউডের 'গ্রেতা গার্বো, রহস্যময়ী, লাস্যময়ী, নামের সঙ্গে এমন অনেক বিশেষণ রয়েছে তাঁর। প্রশংসার পাশাপাশি তুমুল সমালোচনার কুড়িয়েছেন। কিন্তু কিছুতেই হাল না ছাড়ার নাম ভানুরেখা গনেশন ওরফে রেখা। আজ সেই বলিউড-ডিভার ৬৯ তম জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভানুরেখা জেমিনি গণেশন। জন্মসূত্রে পাওয়া রেখার এই নামটি এখনও ইন্টারনেট ঘাঁটলে পাওয়া যাবে। সঙ্গে পাওয়া যাবে শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা আলো-আঁধারির বহু তথ্য়।
১৯৫৪ সালের ১০ অক্টোবর তামিল পরিবারে জন্মায় এক কন্যাসন্তান। বাবা জেমিনি, বিখ্যাত তামিল চিত্রতারকা। মা, পুষ্পাভাল্লি আবার তেলুগু অভিনেত্রী। তারকা-পরিবারে জন্ম, সাধারণ নিয়মে শৈশব সুখেরই হওয়ার কথা। কিন্তু হয়নি।
গনেশন পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, রেখা ও তাঁর ছোট বোনকে মানতেই চাননি জেমিনি। শুধু তাই নয়। মাত্র ১২ বছর বয়সে 'রংগুলা রতনম' নামে এক তেলুগু ছবিতে অভিনয় করতে হয়েছিল কিশোরীকে। বলা ভাল, বাবা-ই মেয়েকে অভিনয়ে বাধ্য করেছিলেন।
পরিবারের হাল ধরতে 'লাইটস, ক্যামেরা, অ্যাকশন, কাট'-এর জগতে পাকাপাকিভাবে চলে আসে কিশোরী রেখা। ১৫ বছর বয়সে কন্নড় ছবি Operation Jackpot Nalli C.I.D 999-তে পূর্ণবয়স্ক চরিত্রে অভিনয় করে সে।
কিন্তু এখানে থামলে চলবে না, এর পরের লক্ষ্য মুম্বই। জোর করে বড় হয়ে যেতে হয় কিশোরীকে। সেই যন্ত্রণা, কষ্ট কে জানত ?
১৯৭০ সালে 'সাওয়ান ভাদো'দিয়ে বলিউডে প্রথম আত্মপ্রকাশ রেখার। ফিল্ম হিট, কিন্তু নবাগতা অভিনেত্রী কার্যত হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছেন সর্বত্র। শ্যামবর্ণা, ভারিক্কি চেহারা, তার উপর হিন্দি বলতে পারেন না! ইনি মুম্বইয়ে এলেন কী ভাবে? এমন কথা শুনতে হত সর্বত্র।
এসবে দমবার পাত্র নন তিনি। বাস্তবিক। আশৈশব যিনি লড়তে শিখেছেন, তিনি ময়দান ছেড়ে বেরিয়ে যাবেন তাও কি হয়? ফিরে আসবেন। তবে কথা নয়, কাজ দিয়ে।
যোগব্যায়াম, হিন্দি প্রশিক্ষণ, পাশাপাশি অভিনয়ের খুঁটিনাটির দিকে নজর। মন দিয়ে তিনটি কাজ করার চেষ্টা করে গেলেন রেখা। ফল? একের পর এক বক্স অফিস হিট ছবি।
এর মধ্যে উমরাও জান (১৯৮১) ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। পরিচিতেরা বলেন, অভিনয়ের রেঞ্জ তাঁর যতটা ছড়ানো, ব্যক্তিগত জীবন ঠিক ততটাই রহস্যে ঢাকা। একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার কথা শোনা গিয়েছে এই অভিনেত্রীর যার মধ্যে অভিতাভ বচ্চনে সঙ্গে সম্পর্ক অন্যতম। কিন্তু সত্যিটা কী? এখানেই অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছেন বলিউডের গ্রেতা গার্বো। রয়ে গিয়েছে তাঁর দুরন্ত অভিনয় ও মোহময়ী সৌন্দর্য। সব মিলিয়েই অনন্যা অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -