Puri Temple: কোন কোন পোশাক পরে ঢোকা যাবে না পুরীর মন্দিরে? কী জানাল মন্দির কর্তৃপক্ষ?
পুরীর মন্দিরে এবার নিয়মে কড়াকড়ি। পোশাক নিয়ে নয়া বিধি জারি করল মন্দির কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাতকাটা জামা, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না মন্দিরে, এমনটাই মন্দির কমিটির তরফে জানান হয়েছে।
পুরীর মন্দিরকে মনে করা হয় শ্রীক্ষেত্রের সর্বপবিত্র স্থান। সেই মতো মন্দিরে একাধিক নিয়মও রয়েছে। সেই নিয়মের তালিকায় এবার যোগ হচ্ছে পোশাক বিধি।
কবে থেকে চালু হচ্ছে এই পোশাক বিধি? পুরীর মন্দির কমিটির তরফে জানান হয়েছে আগামী বছর ১ জানুয়ারি থেকেই দর্শনার্থীদের জন্য নয়া পোশাকবিধি চালু হয়ে যাবে৷
এই নিয়ম যাতে কঠোর ভাবে পালন করা যায়, তা নিশ্চিত করবেন কর্তৃপক্ষ। মন্দিরে কোনও ভাবেই ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা অথবা হাফ প্যান্ট পরে প্রবেশ করা যাবে না।
পোশাক বিধির ক্ষেত্রে এও বলা হয়েছে যে কিছু জামাকাপড় পরে সমুদ্র সৈকতে ঘোরা যায়, কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় না। পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের দাবি, অনেক পূণ্যার্থীরাই মন্দির-উপযোগী পোশাক পরে দেব দর্শনে আসছেন না।
২০২১ সালের ২০ অক্টোবর থেকে সেবায়েতদের পোশাক বিধিও লাগু করা হয়েছে। পুজোর সময় তাঁদের ধুতি, তোয়ালে, পাট্টা পরতে হয়৷ এবার ভক্তদেরও জন্যেও পোশাক বিধি লাগু হচ্ছে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -