Rekha Strong Characters: প্রতিবাদী পুলিশ অফিসার থেকে লেডি ডন, সব চরিত্রেই অসাধারণ অভিনয় রেখার

‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে ‘লেডি ডন’-এর ভূমিকায় দেখা গিয়েছিল রেখাকে

1/8
অভিনেত্রী রেখার জীবনের অন্যতম সেরা ছবি ‘খুন ভরি মাঙ্গ’। এই ছবিতে তাঁর অভিনয় অসাধারণ ছিল। ছবিটি নিয়ে আজও আলোচনা চলে। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
2/8
রেখার জীবনের অন্যতম আলোচিত ছবি ‘আস্থা’। একজন মধ্যবিত্ত পরিবারের মহিলা কীভাবে বিপথগামী হলেন, সেটা অসাধারণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন রেখা। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
3/8
রেখার অভিনয় জীবনের আরও একটি বিখ্যাত ছবি ‘উৎসব’। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল শেখর সুমনকে। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
4/8
রেখার অভিনয় জীবনের যে ছবিগুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তার মধ্যে অন্যতম ‘কামসূত্র’। এই ছবিতেও তিনি অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
5/8
‘ফুল বনে অঙ্গারে’ ছবিতে একজন প্রতিবাদী মহিলার চরিত্রে অভিনয় করেন রেখা। এই ছবিতে তিনি প্রথমে একজন সাধারণ মহিলা ছিলেন। পরে পুলিশ অফিসার হয়ে নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নেন। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
6/8
অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার অন-স্ক্রিন, অফ-স্ক্রিন সম্পর্ক নিয়ে আজও বলিউডে জোর আলোচনা চলে। এই জুটির একটি বিখ্যাত ছবি ‘মুকদ্দর কা সিকন্দর’। এই ছবিতে রেখার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
7/8
রেখার জীবনের অন্যতম আলোচিত ছবি ‘উমরাও জান’। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্র, অভিনয় নিয়ে বলিউডে আজও চর্চা হয়। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
8/8
‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে ‘লেডি ডন’-এর ভূমিকায় দেখা গিয়েছিল রেখাকে। এই ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
Sponsored Links by Taboola