Happy Birthday Madhoo: 'রোজা' অভিনেত্রী মধুর এখনকার ছবি দেখেছেন? চিনতে পারবেন তো?
মধু
1/10
আজ জন্মদিন জনপ্রিয় অভিনেত্রী মধুর। শুধুমাত্র হিন্দি ছবির জগতেরই পরিচিত নাম নয়। মধু অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ছবিতেও। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সেরা কিছু ছবি এবং তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
মধুর পরিবারের সদস্যরাও অনেকেই ছবির জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন। শুধু তাই নয়, তাঁদের অনেকেই বলিউডে চুটিয়ে অভিনয় করেছেন। মধু জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর ভাইঝি। জুহি চাওলা সম্পর্কে তাঁর জা হন।
3/10
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন মধু। দক্ষিণের বেশ কিছু ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছে।
4/10
বেশিরভাগ মানুষ জানেন অজয় দেবগনের বিপরীতে 'ফুল অউর কাঁটে' ছবি দিয়ে আত্মপ্রকাশ হয় মধুর। কিন্তু 'ফুল অউর কাঁটে' ছবির আগে মুক্তি পায় তাঁর তামিল ছবি।
5/10
২০০২ সালে 'মুলাকাত' ছবিতে অভিনয়ের পর কিছুটা বিরতি নেন মধু। ফের ২০০৮ সালে ফিরে আসেন 'কভি সোচা ভি না থা' ছবি দিয়ে।
6/10
কেবলমাত্র অভিনয়েই নয়, আরও বেশ কিছু কাজে পারদর্শী মধু। টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'চিত্রহার' একসময় সঞ্চালনা করেন তিনি।
7/10
অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ মধু। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী।
8/10
বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর দক্ষিণী ছবিতে দেখা যায়। শেষবার তাঁকে কঙ্গনা রানাউত অভিনীত 'থালাইভি' ছবিতে দেখা যায়।
9/10
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন মধু। নানা সময় নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
10/10
সবশেষে, মধুর আসল নাম একেবারেই মধু নয়। তাঁর আসল নাম পদ্মা মালিনী। তিনি যখন স্কুলে ভর্তি হন, তখন তাঁর বাবা তাঁর নাম বদলে মধু মালিনী রাখেন। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 26 Mar 2022 08:46 PM (IST)