RG Kar News: 'নারী সুরক্ষায় নজর' দেওয়ার আর্জি, আরজি কর কাণ্ডে সরব হৃত্বিক-ট্যুইঙ্কল-প্রীতি-সুহানারা..

Bollywood Reacts: কলকাতার মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ খুলেছেন বলিউডের একাধিক তারকাও। বিশেষত স্বাধীনতা দিবসে বারবার উঠছে প্রশ্ন, আদৌ কি স্বাধীন আমরা?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বলিউড

1/10
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় গোটা বাংলা। ক্ষোভ ও প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ল গোটা দেশে। শুধুমাত্র রাজনীতিকেরাই নয়, এই ঘটনায় একের পর এক মুখ খুলছেন বিনোদন জগতের একাধিক মানুষ। কখনও আয়ুষ্মান খুরানার কবিতা, কখনও করিনা-আলিয়ার পোস্ট, স্বাধীনতা দিবসে ফের একবার প্রশ্নের মুখে নারী সুরক্ষা। ছবি: PTI
2/10
বলিউড অভিনেতা হৃত্বিক রোশন রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন এই ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় নিজের চিন্তা ব্যক্ত করেছেন। লেখেন, 'হ্যাঁ আমাদের এমন একটা সমাজে পরিণত হতে হবে যেখানে আমরা প্রত্যেকে সুরক্ষিত অনুভব করি। কিন্তু তা হতে দশক পার হয়ে যাবে। কিন্তু ততদিন? এই মুহূর্তে সঠিক বিচার এই ধরনের সাংঘাতিক ঘটনায় ইতি টানতে পারে।' ছবি: ইনস্টাগ্রাম
3/10
কলকাতার চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় মুখ খুলেছেন ট্যুইঙ্কল খান্নাও। তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছেন যে তাঁকে ছোটবেলায় সুরক্ষিত থাকার যা যা পাঠ শেখানো হয়েছিল, নিজের মেয়েকেও সেই একই জিনিস শেখাতে হবে। পার্ক, স্কুল বা সমুদ্র সৈকতে একা না যাওয়ার পাঠ দিতে হবে। আত্মীয় হোক বা বন্ধু, প্রত্যেক পুরুষের থেকে সাবধানে থাকার পাঠ দিতে হবে, বিশেষত রাতে। ক্ষোভ ও উদ্বেগ দুইই প্রকট তাঁর পোস্টে। ছবি: ইনস্টাগ্রাম
4/10
আরজি করের ঘটনায় মুখ খুলেছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দ। তাঁর পোস্ট শেয়ার করে সরব শাহরুখ-কন্যা ও অভিনেত্রী সুহানা খান। তাঁরা লেখেন, 'আরও এক সাংঘাতিক ধর্ষণ কাণ্ড ঘটে গেল আমাদের চোখের সামনেই। প্রথমেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্যাতিতার ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করি। মহিলারা চিরকালই আমাদের দেশের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করেছেন। কর্মক্ষেত্র, ক্লাসরুম ও বাড়ি আমাদের নিরাপদ স্থান হওয়া উচিত।' একইসঙ্গে তিনি যাঁরা মহিলাদের 'বস্তু' হিসেবে বিবেচনা করেন তাঁদের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তা দেন। ছবি: PTI
5/10
মুখ খুলেছেন প্রীতি জিন্টাও। তিনি বলেন, 'আমরা পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। নির্বাচনে ৬৬ শতাংশ ভোটদাতাকে দেখা গিয়েছে যাঁদের মধ্যে ভবিষ্যতে মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে বেশি হবে বলে ধারণা। এখন সময় এসে গেছে যে সরকার নারী সুরক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিক।' ছবি: PTI
6/10
এই বিষয়ে সরব হয়ে বিশেষ কবিতা লিখলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। 'কাশ ম্যায় ভি লড়কা হোতি', অর্থাৎ 'যদি আমিও পুরুষ হতাম'। মহিলাদের সুরক্ষা নিয়ে একগুচ্ছ কথা প্রতিবাদের সুরে কবিতায় বললেন অভিনেতা। ছবি: PTI
7/10
আরজি কর কাণ্ডে স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় করিনা কপূর লিখেছেন, '১২ বছর পরে, সেই একই ঘটনা। সেই একই প্রতিবাদ। আর আমরা এখনও বদলের অপেক্ষা করছি!' ছবি: PTI
8/10
অভিনেত্রী আলিয়া ভট্ট সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আরও একটা নৃশংস ধর্ষণের ঘটনা। আরও একটা দিন এটা উপলদ্ধি করার যে নারীরা সুরক্ষিত নয়। কোনো জায়গাতেই নয়। আরও একবার এটা মনে করিয়ে দেওয়ার দিন যে নির্ভয়াকাণ্ডের পরেও কিছুই বদলায়নি। কিছুই বদলায় না।' ছবি: PTI
9/10
নিজের পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির' কবিতা স্মরণ করলেন অভিনেত্রী দিয়া মির্জা। প্রশ্ন তুললেন, 'মহিলারা কি আদৌ কখনও ভয়শূন্য হতে পারবে?' ছবি: PTI
10/10
বুধবার মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিল, আরজি কর মেডিক্যালে দুষ্কৃতী তাণ্ডব চলে। ২২ ঘণ্টা পার, থানায় অভিযোগই দায়ের করল না হাসপাতাল। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় ৩টি FIR দায়ের করল ৩টি থানা। ৩টি FIR দায়ের করল উল্টোডাঙা, শ্যামপুকুর, টালা থানা। ছবি: PTI
Sponsored Links by Taboola