Rhea Chakraborty Birthday: ভিডিও জকি থেকে বড় পর্দার নায়িকা, রিয়া চক্রবর্তীর উত্থান কতটা চমকপ্রদ?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। অভিনেত্রী হিসেবে তিনি যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন, তার থেকে তিনি বেশি চর্চায় এসেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২০ সালে প্রয়াত হন সুশান্ত সিংহ রাজপুত। আর তাঁর অস্বাভাবিক মৃত্য়ুর জন্য অভিযোগের আঙুল ওঠে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে।
প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহ করতেন রিয়া, অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এমনই। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে এই অভিযোগে গ্রেফতারও করে। বেশ কিছুদিন পর তিনি জামিনে ছাড়া পান।
ছোট পর্দা দিয়ে বলিউড জার্নি শুরু হয়েছিল রিয়া চক্রবর্তীর। এক নামী চ্যানেলের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে।
'টিভিএস স্কুটি টিন ডিভা' প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন রিয়া চক্রবর্তী। পরবর্তীকালে তাঁকে দেখা যায় ভিডিও জকি হিসেবে। একাধিক শো সঞ্চালনা করেছেন রিয়া।
তেলুগু ছবি দিয়ে বড় পর্দায় জার্নি শুরু হয় রিয়া চক্রবর্তীর। ২০১২ সালে প্রথমবার বড় পর্দায় মুখ দেখান অভিনেত্রী।
পরের বছরই তাঁর বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। 'মেরে ড্যাড কি মারুতি' ছবি দিয়ে বি টাউনে নায়িকা হিসেবে জার্নি শুরু হয় রিয়ার।
এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী। 'সোনালি কেবল', 'জলেবি' এবং আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন। ক্যামিও চরিত্রে দেখা যায় 'হাফ গার্লফ্রেন্ড', 'দোবারা - সি ইউর এভিল' ছবিতে।
রিয়া চক্রবর্তীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'চেহরে' ছবিতে। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, অন্নু কপূর, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং আরও অনেক তাবড় তারকাদের সঙ্গে অভিনয় করেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডের পর 'চেহরে'ই ছিল রিয়া চক্রবর্তীর কামব্যাক ছবি। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -