Rhea Chakraborty Birthday: ভিডিও জকি থেকে বড় পর্দার নায়িকা, রিয়া চক্রবর্তীর উত্থান কতটা চমকপ্রদ?

রিয়া চক্রবর্তী

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। অভিনেত্রী হিসেবে তিনি যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন, তার থেকে তিনি বেশি চর্চায় এসেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর।
2/10
২০২০ সালে প্রয়াত হন সুশান্ত সিংহ রাজপুত। আর তাঁর অস্বাভাবিক মৃত্য়ুর জন্য অভিযোগের আঙুল ওঠে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে।
3/10
প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহ করতেন রিয়া, অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এমনই। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে এই অভিযোগে গ্রেফতারও করে। বেশ কিছুদিন পর তিনি জামিনে ছাড়া পান।
4/10
ছোট পর্দা দিয়ে বলিউড জার্নি শুরু হয়েছিল রিয়া চক্রবর্তীর। এক নামী চ্যানেলের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে।
5/10
'টিভিএস স্কুটি টিন ডিভা' প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন রিয়া চক্রবর্তী। পরবর্তীকালে তাঁকে দেখা যায় ভিডিও জকি হিসেবে। একাধিক শো সঞ্চালনা করেছেন রিয়া।
6/10
তেলুগু ছবি দিয়ে বড় পর্দায় জার্নি শুরু হয় রিয়া চক্রবর্তীর। ২০১২ সালে প্রথমবার বড় পর্দায় মুখ দেখান অভিনেত্রী।
7/10
পরের বছরই তাঁর বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। 'মেরে ড্যাড কি মারুতি' ছবি দিয়ে বি টাউনে নায়িকা হিসেবে জার্নি শুরু হয় রিয়ার।
8/10
এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী। 'সোনালি কেবল', 'জলেবি' এবং আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন। ক্যামিও চরিত্রে দেখা যায় 'হাফ গার্লফ্রেন্ড', 'দোবারা - সি ইউর এভিল' ছবিতে।
9/10
রিয়া চক্রবর্তীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'চেহরে' ছবিতে। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, অন্নু কপূর, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং আরও অনেক তাবড় তারকাদের সঙ্গে অভিনয় করেন।
10/10
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডের পর 'চেহরে'ই ছিল রিয়া চক্রবর্তীর কামব্যাক ছবি। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
Sponsored Links by Taboola