Rhea Chakraborty Drugs Case: সুশান্তকে নেশার দুনিয়ায় ঠেলে দিয়েছিলেন রিয়া! ফের চাঞ্চল্যকর অভিযোগ, বাড়ছে জটিলতা
জামিন পেয়ে গেলেও, আইনি জটিলতা থেকে রেহাই পাওয়ার লক্ষণ নেই বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলার খসড়া চার্জশিটে তাঁর নাম রাখল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার্জশিটে রিয়াকে ১০ নম্বর অভিযুক্ত বলে উল্লেখ করেছেন তদন্তকারীরা। একরকম ভাবে রিয়াই সুশান্তকে নেশার দুনিয়ায় ঠেলে দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে চার্জশিটে।
এনসিবি-র দাবি, অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন রিয়া। মুম্বইয়ের অভিজাত মহল এবং তারকাদের মাদক সরবরাহকারী চক্রে যুক্ত ছিলেন তিনিও। স্যামুয়েল মিরান্ডা, শৌভিক চক্রবর্তী এবং দীপেশ সওয়ন্তের হাত থেকে গাঁজার ডেলিভারিও নিতেন।
চার্জশিটে বলা হয়েছে, গাঁজার ডেলিভারি নেওয়া, সেই বাবদ টাকা মেটানো এবং তা সুশান্তের হাতে তুলেও দিতেন রিয়া। ২০২০-র মার্চ থেকে ২০২০-র সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট থেকে শৌভিক এবং স্যামুয়েলের অ্যাকাউন্টে টাকাও জমা পড়েছে সেই বাবদ।
রিয়ার ভাই শৌভিকের সঙ্গে মাদক কারবারিদের নিয়মিত যোগাযোগ ছিল, গাঁজা ছাড়াও চরসের অর্ডারও তিনি দিতেন বলেও দাবি করেছেন তদন্তকারীরা।
রিয়ার বিরুদ্ধে মাদক আইনের ৮(সি), ২০ (বি-২এ), ২৭এ, ২৮, ২৯ এবং ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক উৎপাদন, সঙ্গে রাখা, কেনাবেচা, সরবরাহ, ব্যবহার, সেবন, পাচার, এসবের ক্ষেত্রে ৮ (সি) ধারায় মামলা দায়ের হয়।
২০ (বি-২এ) ধারায় অল্প পরিমাণ মাদক রাখার ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়। তাতে দোষী সাব্যস্ত হলে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। মমালার গুরুত্ব বুঝে কারাবাসের মেয়াদ এবং জরিমানার অঙ্ক বাড়াতেও পারে আদালত।
২৭এ এবং ২৮ ধারায় বেআইনি ভাবে মাদক পাচার, অপরাধীদের আশ্রয় প্রদানের অপরাধ নথিভুক্ত। ২৯ নম্বর ধারায় প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের উল্লেখ রয়েছে। ৩০ নম্বর ধারায় অপরাধে লিপ্ত হওয়ার উল্লেখ রয়েছে।
২০২০-র ১৪ জুন ঘরের মধ্যে থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা যায়। পরে সামনে আসে মাদক সেবনের বিষয়টি।
এর পর, ওই বছরই সেপ্টেম্বর মাসে রিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় তাঁর ভাই শৌভিককেও। তাঁরাই সুশান্তের জন্য মাদক জোগাড় করতেন বলে অভিযোগ ওঠে। পরে রিয়া, শৌভিক দু’জনই জামিনে বেরিয়ে আসেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -