IND vs ENG 1st ODI: দুরন্ত শামি, ওপেনিংয়ে রেকর্ড রোহিত-ধবনের, প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের
ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয় ভারতীয় দলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। বুমরার ৬ উইকেট, শামির ৩ উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১১০ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে এটিই সর্বনিম্ন রান ভারতের।
ইংল্যান্ডের মাটিতে এর আগে কুলদীপ যাদব প্রথম ৬ উইকেট নিয়েছিলেন। এবার যশপ্রীত বুমরা প্রথম ভারতীয় পেসার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৬ উইকেট নিলেন।
দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরলেন শিখর ধবন। ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান তিনি।
ঝোড়ো অর্ধশতরান হাঁকান রোহিত শর্মা। তিনি অপরাজিত ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান। ৫৮ বলে ৭৬ রান করেন।
অপরাজিত শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে দাপটের সঙ্গে প্রথম ওয়ান ডে জিততেও সাহায্য করলেন ভারতীয় ওপেনাররা।
দ্রুততম ভারতীয় বোলার হিসাবে শামি ১৫০ ওয়ান ডে উইকেট নিলেন। তিনি ৮০টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন।
রোহিত শর্মা টি-টোয়ন্টি সিরিজে জিতেছিলেন অধিনায়ক হিসেবে। এবার ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেও জয় ছিনিয়ে নিলেন রােহিত।
ওয়ান ডেতে সৌরভ-সচিনই ওয়ান ডেতে সর্বাধিক ৬৬০৯ রান যোগ করেছেন। তাদের সেই নজির এখনও অক্ষত। তবে মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে রোহিত-শিখর ওয়ান ডেতে ওপেনিং জুটিতে পাঁচ হাজার রান যোগ করার মাইলফলক স্পর্শ করলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -