Puja Banerjee's son: প্রথমবার ভাত খেলো ছেলে কৃশব, আশীর্বাদ চাইলেন পূজা
কিস ডে এ ছোট্ট কৃশবের সঙ্গে মিষ্টি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছেলের জন্মের পর তাঁর ছবি প্রথমেই প্রকাশ্যে আনেননি পূজা। সিদ্ধান্ত নিয়েছিলেন, এখনই প্রকাশ্যে আনবেন না ছেলের ছবি। কিন্তু অবশেষে সিদ্ধান্ত বদলাতেই হল। অভিনেত্রীর মতে, অন্য কেউ ছেলের ছবি দেওয়ার আগে তাঁর নিজের সেই ছবি প্রকাশ করে দেওয়াই শ্রেয় বলে মনে হয়েছে অভিনেত্রীর।
মুম্বইতে থাকতেই মা হন পূজা। লকডাউনে সেখানেই স্বামী ও সদ্যজাতের সঙ্গে সময় কেটেছিল তাঁর। সেইসময় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, মার্চেই শ্যুটের কাজে কলকাতা আসছেন তিনি। তখনই প্রথমবার তিলোত্তমা দেখবে ছোট্ট কৃশব। কথামতো, আপাতত কলকাতাতেই পূজা। এদিন গোলাপি শাড়িতে দারুণ মানিয়েছিল তাঁকে।
কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে পূজার। বাড়িতেই ছোট্ট পার্টির আয়োজন হয়েছিল সেদিন। স্বামী কুণাল ভার্মার সঙ্গে রোম্যান্টিক ছবিও শেয়ার করেন তিনি।
কয়েকদিন আগেই শিবরাত্রি গিয়েছে। মায়ের সঙ্গে পুজোয় বসেছিল একরত্তিও। গেরুয়া পোশাকে তাঁকে লাগছিল বেশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পূজা।
লকডাউনের কারণে বাতিল হয়ে যায় পুজা-কুনালের সামাজিক বিয়ে। ১৫ এপ্রিল ২০২০ তে সিঁদুর খেলার ছবি পোস্ট করে পুজা জানান, তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -