Sandstorm in China: বালি ঝড়ে বিপর্যস্ত চিনের রাজধানী !
যেদিকে চোখ যায়, শুধু হলুদ আর হলুদ! সোমবার সকালে এমন দৃশ্যই দেখা গেল চিনের রাজধানী বেজিং জুড়ে ! (Image: AFP)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাল চিনে হলুদ ঝড়! সোমবার সকালে বেজিংয়ে যেদিকেই চোখ যাবে শুধু হলুদ আর হলুদ। না, হলুদ ফুল নয়। হলুদ ঝড়, বালির ঝড়। অন্যদিনের মতই সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষ। (Image: AFP)
এ কেমন সকাল ! সকলের মনেই ছিল এক প্রশ্ন ৷ ধুলোর ঝড়ে ঢেকেছে চিনের রাজধানী ৷ আসলে গোবি মরুভূমি ও চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভারি ধুলোবালির ঝড় বেজিংয়ে এই পরিস্থিতির তৈরি হয়। (Image: AFP)
'দ্য চিনা মেটিওরলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন' সোমবার সকালে হলুদ সতর্কতা জারি করেছিল। সংস্থাটি জানায়, মঙ্গোলিয়া থেকে এই ঝড় ছড়িয়ে পড়েছে গাংসু, সাংহাই ও হেবেই প্রদেশে । (Image: AFP)
তবে ঝড়টি অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আপাতত সেই আশাতেই রয়েছেন বেজিংয়ের মানুষ ৷ (Image: AFP)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -