Ritabhari Chakraborty: বাবা সিদ্দিকির পার্টিতে বলি তারকাদের আনাগোনা, এক ফ্রেমে প্রীতি জিন্টা আর বঙ্গকন্যা ঋতাভরী

Ritabhari Chakraborty News: বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বলিউডের তারকা সমাগম হলেও, তিনি কোনও বলিউড ব্যক্তিত্ব নন। মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে ৩ বার বিধায়ক হয়েছেন তিনি

বাবা সিদ্দিকির পার্টিতে বলি তারকাদের আনাগোনা, এক ফ্রেমে প্রীতি জিন্টা আর বঙ্গকন্যা ঋতাভরী

1/10
ফের বলিউডের তারকা সম্মেলনে একফ্রেমে ধরা দিলেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
2/10
বাবা সিদ্দিকির (Baba Sillique)-র ইফতার পার্টিতে এই বছরও আমন্ত্রণ পেয়েছিলেন ঋতাভরী।
3/10
কালো শাড়ি, খোল চুলে নজর কাড়ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা।
4/10
এবারের বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), শেহনাজ গিল (Shehnaaz Gill), প্রীতি জিন্টা (Preeti Zinta) ও ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দার একঝাঁক তারকা। সেখানে হাজির ছিল ঋতাভরীও।
5/10
বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বলিউডের তারকা সমাগম হলেও, তিনি কোনও বলিউড ব্যক্তিত্ব নন। মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে ৩ বার বিধায়ক হয়েছেন তিনি
6/10
তবে বলিউডের তারকাদের সঙ্গে অগাধ ঘনিষ্ঠতা তাঁর। যখনই কোনও তারকা বিপদে পড়েছেন, তাঁকে সাহায্য করছেন বাবা সিদ্দিকি, এমনটাই বলেন সবাই।
7/10
বাবা সিদ্দিকির পার্টির আমন্ত্রণ পাওয়া কার্যত বিনোদন দুনিয়ায় অলিখিত স্টেটাস সিম্বল। সোশ্যাল মিডিয়ায় পার্টির টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী।
8/10
বলিউডেও পরিচিত ঋতাভরী। এর আগে তিনি বলিউড তারকাদের সঙ্গে একাধিক ছবিও করেছেন। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র ট্রেলার। আর টলিউডের সেই ছবির ট্রেলার সাড়া ফেলেছে বলিউডেও!
9/10
ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন(Palash Sen) ও অন্যান্যরা।
10/10
কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন। 'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি।
Sponsored Links by Taboola