Ritabhari Chakraborty: লাস ভেগাসে কেক কেটে আগাম উদযাপন ঋতাভরীর, জন্মদিনও কাটবে বিদেশে?
জন্মদিনের আগেই মোমবাতিতে ফুঁ, হাজির কেকও। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakranorty)-র পোস্ট দেখে একঝলকে ভুলে যেতে হয় অভিনেত্রীর জন্মদিনের দিনটাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেন জন্মদিনের রাতটাই উদযাপন করছেন অভিনেত্রী। তবে বিষয়টা তা নয়, ভুল ভাঙে ক্যাপশানে চোখ রেখেই। জন্মদিন নয়, জন্মমাসটাই উদযাপন করছেন তিনি।
ঋতাভরী সবসময়েই জীবনের প্রত্যেক মুহূর্তকে উপভোগ করতে ভালবাসেন। ছুটি পেলে যেমন তিনি বেরিয়ে পড়েন সফরে, তেমনই আবার শ্যুটিংয়ের মধ্যেও খুঁজে নেন ভাললাগার বিষয়গুলি।
আপাতত বিদেশে রয়েছেন অভিনেত্রী, আর সেখানেই তিনি কাটাবেন নিজের জন্মদিনটা। তবে তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ফ্রুট কেক, মোমবাতি, বন্ধু, সব মিলিয়ে ঋতাভরীর জন্মদিন থুড়ি জন্মমাস জমজমাট।
সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'জন্মদিনের মাস। এই মাসটায় বোধহয় যা খুশি করা যায়। বিষয়টা কিন্তু বেশ।'
ঋতাভরী লিখছেন, 'তবে আমায় আবার এখনই কেউ শুভেচ্ছা জানাবেন না যেন.. আমার জন্মদিন ২৬ জুন। কিন্তু জন্মদিন উদযাপনের বিষয়টায় আমি এখনও এক্কেবারে ছোট একটা মেয়ে। শেষ দুটো সপ্তাহের খুশির কিছু ঝলক।'
image 3
ঋতাভরী যে ছবিগুলি শেয়ার করে নিয়েছে সেখানে কোথাও দেখা যাচ্ছে কেকে ওপরে রাখা মোমবাতিতে ফুঁ দিচ্ছেন তিনি, কোথাও আবার রয়েছে ফুল, মেঘলা আকাশ বা বন্ধুদের ছবি।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই পোস্টে মুগ্ধতা জানিয়েছেন অনেকেই। সেখানে যেমন রয়েছেন অনুরাগীরা, তেমন রয়েছেন বন্ধুরাও। ইনস্টাগ্রামের লোকেশন আপডেট জানান দেয়, সেই ছবিটি লাস ভেগাসের।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে এই ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -